হোম > শিক্ষা > ক্যাম্পাস

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী ‘জব উৎসব’

ফিচার ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে গত ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘জব উৎসব ২০২৪’। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল দেশের ১৩০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আখতার। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নূরুজ্জআমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম এবং মাইক্রোসফটের (বাংলাদেশ, ভুটান, নেপাল) ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার।

এই জব উৎসবে চাকরিপ্রার্থীদের জন্য ছিল বিভিন্ন কার্যক্রম। অংশগ্রহণকারীদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে ছিল লিডারস টক সেশন। সেখানে শিল্প খাতের শীর্ষ ব্যক্তিরা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। এ ছাড়া চাকরির বাজারের নতুন ট্রেন্ড নিয়ে আলোচনা করার জন্য তিনটি বিশেষ মাস্টারক্লাস সেশন, চাকরিপ্রার্থীদের গ্রুমিং সেশনের মাধ্যমে প্রস্তুত করার পাশাপাশি ছিল রিজুম ড্রপ এবং অন-স্পট ইন্টারভিউর সুযোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে খালেদা আখতার বলেন, ‘এটি শুধু চাকরির মেলা নয়; বরং শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের একটি দারুণ সুযোগ।’ তিনি শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন। মাহবুব উল হক মজুমদার বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সব সময় সচেষ্ট। এই উৎসব শিক্ষার্থীদের চাকরি খুঁজে পাওয়ার পাশাপাশি তাদের চাকরির বাজারের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এখানে শিক্ষার্থীরা দক্ষতা বাড়িয়ে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা