হোম > শিক্ষা > ক্যাম্পাস

পাবিপ্রবিতে বসন্তের ছোঁয়া

আবদুল্লাহ আল মামুন

ছবি: সংগৃহীত

বসন্ত মানেই রং, উচ্ছ্বাস আর প্রাণের জাগরণ। শীত কাটিয়ে প্রকৃতি নতুন প্রাণে ফিরেছে। চারদিকে ফুলের বাহার, কোকিলের কুহুতান আর হালকা মৃদু বাতাস মনকে প্রফুল্ল করে। প্রকৃতির এই পরিবর্তন শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, মানুষের মনেও আনে প্রশান্তি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (পাবিপ্রবি) বসন্ত হাওয়া ছড়িয়েছে। এর আগমনী বার্তা দিয়েছে আগুনরাঙা পলাশ। কেন্দ্রীয় শহীদ মিনার, লেকপাড় এবং স্বাধীনতা চত্বরের পাশে কমলা-লাল পলাশ ফুটেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে কেন্দ্রীয় মসজিদের পাশের বাগানে দেখা মিলবে ইনকা গাঁদা, স্টার, চন্দ্রমল্লিকা, ডেনথাচ, জবা ও গোলাপ ফুল; প্রশাসনিক ভবনের সামনে কুইন সুপার, ইনকা গাঁদা, পিটুনিয়াসহ অন্যান্য ফুল।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের শিক্ষার্থী এস এম জাওয়াদ বলেন, এবার ক্যাম্পাস একটু সাজানো মনে হচ্ছে। সব জায়গায় ফুল ফুটেছে।

বিশ্ববিদ্যালয় এস্টেট শাখা বলছে, এবার বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে ফুলগাছ লাগানো হয়েছে। উপরেজিস্ট্রার সুজা উদ্দিন বলেন, ‘উপাচার্য স্যারের নির্দেশে আমরা এবার ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধনে পরিকল্পিতভাবে কাজ শুরু করেছি। শুধু মৌসুমি ফুল নয়, স্থায়ী সৌন্দর্যবর্ধনেরও পরিকল্পনা আছে।’

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা