হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাকা কলেজ পাঠকবন্ধুর উদ্যোগে পরিচ্ছন্ন ক্যাম্পাসের দৃঢ় অঙ্গীকার

পাঠকবন্ধু ডেস্ক

সদস্যদের হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে পরিষ্কার করে কলেজের বেঞ্চ, ডাস্টবিনের চারপাশ ও আশপাশের এলাকা।

শতবর্ষী ঐতিহ্যের ঢাকা কলেজ প্রতিদিন মুখর থাকে শিক্ষার্থীদের পদচারণায়। তবে নানা কারণে ক্যাফেটেরিয়া ও আশপাশের এলাকায় জমে থাকে ময়লা-আবর্জনা। পরিবেশ ও স্বাস্থ্যবিধি রক্ষায় ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, পাঠকবন্ধুর অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা কলেজ পাঠকবন্ধু সদস্যরা।

আহ্বায়ক কৌশিক মাহমুদ সিজানের নেতৃত্বে ক্যাফেটেরিয়া চত্বরে চলে এই কর্মসূচি। সদস্যদের হাতে গ্লাভস, মুখে মাস্ক—স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করে তোলা হয় বেঞ্চ, ডাস্টবিনের চারপাশ ও আশপাশের এলাকা।

এই উদ্যোগ প্রসঙ্গে যুগ্ম সদস্যসচিব তানভীর ইসলাম নাঈম বলেন, ‘ক্যাম্পাস মানে শুধু পাঠ নয়, এটা আমাদের গর্বের জায়গা। আমরা চাই সবাই নিজের শিক্ষাঙ্গনকে ভালোবাসুক ও গর্ব করুক।’

সদস্য রাজন মাহমুদ বলেন, ‘নিজেদের হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তৃপ্তি পেয়েছি। আশা করি, এই ছোট উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।’

এই অভিযানে আরও অংশ নেন সদস্য মো. শামীম হোসেন, আলভী চৌধুরী, মেহেদী হাসান মুন্না, তরিকুল ইসলাম, রেজওয়ান সাকিব, মো. সাদিক, রেজওয়ান আহমেদ, তানজিবুল হক সিয়াম, হাফিজুল হক ও মো. রিয়াজুল ইসলামসহ পাঠকবন্ধুর অন্য সক্রিয় সদস্যরা।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

সায়মা হলের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করল আইইউবি

বড় ভূমিকম্পের আশঙ্কা, প্রস্তুত থাকা জরুরি

আবৃত্তির পাঠশালা ‘শব্দকুঞ্জ’

পড়েছেন ফুল-স্কলারশিপে, ব্র্যাকের তাবাসসুম হলেন গোল্ড মেডেলিস্ট

এনএসইউর ডায়ালগ আয়োজন

এমবিবিএসে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত