হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাকা কলেজ পাঠকবন্ধুর উদ্যোগে পরিচ্ছন্ন ক্যাম্পাসের দৃঢ় অঙ্গীকার

পাঠকবন্ধু ডেস্ক

সদস্যদের হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে পরিষ্কার করে কলেজের বেঞ্চ, ডাস্টবিনের চারপাশ ও আশপাশের এলাকা।

শতবর্ষী ঐতিহ্যের ঢাকা কলেজ প্রতিদিন মুখর থাকে শিক্ষার্থীদের পদচারণায়। তবে নানা কারণে ক্যাফেটেরিয়া ও আশপাশের এলাকায় জমে থাকে ময়লা-আবর্জনা। পরিবেশ ও স্বাস্থ্যবিধি রক্ষায় ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, পাঠকবন্ধুর অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা কলেজ পাঠকবন্ধু সদস্যরা।

আহ্বায়ক কৌশিক মাহমুদ সিজানের নেতৃত্বে ক্যাফেটেরিয়া চত্বরে চলে এই কর্মসূচি। সদস্যদের হাতে গ্লাভস, মুখে মাস্ক—স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করে তোলা হয় বেঞ্চ, ডাস্টবিনের চারপাশ ও আশপাশের এলাকা।

এই উদ্যোগ প্রসঙ্গে যুগ্ম সদস্যসচিব তানভীর ইসলাম নাঈম বলেন, ‘ক্যাম্পাস মানে শুধু পাঠ নয়, এটা আমাদের গর্বের জায়গা। আমরা চাই সবাই নিজের শিক্ষাঙ্গনকে ভালোবাসুক ও গর্ব করুক।’

সদস্য রাজন মাহমুদ বলেন, ‘নিজেদের হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তৃপ্তি পেয়েছি। আশা করি, এই ছোট উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।’

এই অভিযানে আরও অংশ নেন সদস্য মো. শামীম হোসেন, আলভী চৌধুরী, মেহেদী হাসান মুন্না, তরিকুল ইসলাম, রেজওয়ান সাকিব, মো. সাদিক, রেজওয়ান আহমেদ, তানজিবুল হক সিয়াম, হাফিজুল হক ও মো. রিয়াজুল ইসলামসহ পাঠকবন্ধুর অন্য সক্রিয় সদস্যরা।

জকসু নির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগের পর ভোট গণনায় জট

জকসু নির্বাচন: ওএমআর মেশিনে ত্রুটি, ভোট গণনা স্থগিত

জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

জকসুর ভোট গ্রহণ সম্পন্ন, প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা

জকসু নির্বাচনে নারী ভোটারদের উচ্ছ্বাস

জকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিক্ষকদের সংগঠন ইউটিএলের ‎

ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ ছাত্রশক্তি-সমর্থিত প্যানেলের

জবিতে শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার পর পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

জকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ শিবির প্যানেলের ‎

২১ বছর পর জকসু নির্বাচন, চলছে ভোট গ্রহণ