হোম > শিক্ষা > ক্যাম্পাস

ব্র্যাক ইউনিভার্সিটির ‘লাল ভালোবাসা’

আবু হোরায়রা ফা‌হিম

জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান এখন বেশ সফল একটি আন্দোলন। এ আন্দোলনের সঙ্গে যুক্ত ব্র্যাক ইউনিভার্সিটি রেসপন্স টিম বা বিইউআর‌টি। সংগঠনটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি আয়োজন করেছিল ১০ ও ১১ সেপ্টেম্বর। ব্র্যাক ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটি রেসপন্স টিমের স্বেচ্ছাসেবীরা। কর্মসূচি পরিদর্শন করেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডে‌ভিড ডাউল্যান্ড, ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহ‌সিনা রহমান, বিইউআর‌টি ক্লাব অ্যাডভাইজার ড. মোহাম্মদ জা‌মিরউদ্দিনসহ অনেকে।

রক্তদান কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ বাংলাদেশকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে স্বেচ্ছায় রক্তদানের প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন অতিথিরা।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, ‘রক্তদান ভয়ের বিষয় নয়; বরং আপ‌নি এর মাধ্যমে অন্যকে সাহায্য করতে পারছেন। এতে মানুষের মধ্যকার মানবিক সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে।’

ক্লাবটির প্রেসিডেন্ট আতাহার ইশ‌তিয়াক বলেন, ‘শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের পাশাপা‌শি সামা‌জিক কাজেও ভীষণ উৎসাহী। রক্তদান কার্যক্রমকে প্রাণবন্ত করে তুলতে ক্লাবের স্বেচ্ছাসেবকেরা অক্লান্ত প‌রিশ্রম করে যাচ্ছেন।’

১১ সে‌প্টেম্বর বুধবার শেষ হওয়া এ কর্মসূ‌চিতে অংশ নিয়ে ২১৫ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্ত দেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

সায়মা হলের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করল আইইউবি

বড় ভূমিকম্পের আশঙ্কা, প্রস্তুত থাকা জরুরি

আবৃত্তির পাঠশালা ‘শব্দকুঞ্জ’

পড়েছেন ফুল-স্কলারশিপে, ব্র্যাকের তাবাসসুম হলেন গোল্ড মেডেলিস্ট

এনএসইউর ডায়ালগ আয়োজন

এমবিবিএসে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত