হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাকসু নির্বাচন: নারী-পুরুষ ভোটার সমান কিন্তু মেয়েরা প্রার্থী কম

মুশফিকুর রিজন, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন উপলক্ষে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে প্যানেল ঘোষণা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখা। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে। ছবি: আজকের পত্রিকা

প্রতিবছরই প্রায় সমানসংখ্যক নারী ও পুরুষ শিক্ষার্থী ভর্তি করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তবে দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে পুরুষ প্রার্থীর তুলনায় নারী প্রার্থীর সংখ্যা অনেক কম।

১৭ আগস্ট দিবাগত রাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১০২, আর ছাত্রী ভোটার ৫ হাজার ৮১৭। এরপর ১৮ আগস্ট থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানপ্রক্রিয়া শুরু হয় এবং শেষ হয় ২১ আগস্ট বিকেল ৪টায়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২৭৩ শিক্ষার্থী জাকসুর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ৪৬৭ জন হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আনুমানিক ২০ শতাংশ নারী প্রার্থী রয়েছেন।

জাকসুতে শিক্ষার্থীদের ২৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭৩ জন এবং হল সংসদের মোট ৩১৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৬৭ জন।

বিশ্লেষণে দেখা যায়, ১১টি ছাত্র হল সংসদের জন্য রয়েছে ১৬৫টি পদ। এসব পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৩৯ জন। অন্যদিকে ১০টি ছাত্রী হল সংসদের জন্য রয়েছে ১৫০টি পদ। এসব পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাত্র ১২৮ জন।

প্রতিটি হল সংসদের জন্য ১৫টি করে পদ থাকলেও নারীদের ২টি হলে মাত্র ৬ জন করে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নারীদের আগ্রহ কম: জাকসুতে প্রায় সমানসংখ্যক নারী ও পুরুষ ভোটার থাকলেও পুরুষ প্রার্থীর সংখ্যা নারী প্রার্থীদের তুলনায় প্রায় ৩ গুণ। কিন্তু প্রার্থী হতে আগ্রহ হারাচ্ছেন নারীরা? কারণ প্রীতিলতা হল সংসদের জন্য ১৫টি আসন বরাদ্দ থাকলেও মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন। এর মধ্যে শুধু সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি সব পদেই একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে নারীদের বিভিন্নভাবে বুলি এবং স্লাটশেমিং করা হয়েছে; ফলে এখন কেউ সামনাসামনি ফেস হয়ে কাজ করতে চাচ্ছে না।’

প্যানেলেও নারীদের প্রতিনিধিত্ব কম: শিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলে নির্ধারিত ৬টি পদ ছাড়া বাকি ১৩টি পদে যেখানে নারী ও পুরুষ সবাই নির্বাচন করতে পারে, সেখানে তারা কোনো নারীকে মনোনয়ন দেয়নি।

এদিকে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলে নারীদের জন্য নির্ধারিত ৬টি পদের বাইরে বাকি ১৩টি পদ থেকে ২টি পদে দুজন নারী শিক্ষার্থীকে মনোনয়ন দিয়েছে।

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন