হোম > শিক্ষা > ক্যাম্পাস

গাংনীতে শিক্ষার্থীদের কোরআন উপহার দিল ‘পাঠকবন্ধু’

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

উপহার পাওয়া পবিত্র কোরআন মজিদ হাতে শিক্ষার্থীরা ছবি: পাঠকবন্ধু

শিক্ষার্থীদের হাতে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন বই বা ক্রেস্ট তুলে দিলেও এবার ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে ‘পাঠকবন্ধু’র গাংনী উপজেলা শাখা। শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক উন্নয়নের লক্ষ্যে তাদের মাঝে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআন মজিদ।

শনিবার সকালে গাংনীর সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীর হাতে কোরআন মজিদ তুলে দেন ‘পাঠকবন্ধু’র সদস্যরা।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী আল কাসাভ বলে, ‘পাঠকবন্ধুর এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি। কোরআন মজিদ উপহার দেওয়া খুবই পছন্দনীয় কাজ। ইসলামের জ্ঞান মানুষের মধ্যে প্রবেশ করলে মাদকমুক্ত সমাজ গড়া সহজ হবে।’

দশম শ্রেণির ছাত্রী নুসাইবা মাইশা বলে, ‘বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু এত সুন্দর ও অর্থবহ উপহার আগে কখনো পাইনি। কোরআন এমন একটি গ্রন্থ, যা বুঝে পড়লে নিজের, পরিবার ও সমাজের কল্যাণে ব্যবহার করা যায়। ইসলামি জ্ঞান হৃদয়ে ধারণ করলে মানুষ নেশা থেকে দূরে থাকবে এবং আল্লাহর ভয়ে ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখবে।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ রেজাউল হক বলেন, ‘এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই বিরল। কোরআন উপহার দেওয়ার মতো মহৎ উদ্যোগের জন্য “পাঠকবন্ধু”কে ধন্যবাদ জানাই। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই।’

প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, ‘জীবনে বহু অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ দেখেছি, কিন্তু এত মূল্যবান ও অর্থবহ উপহার খুব কমই দেখা যায়। কোরআন মজিদ মানুষের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় একটি গ্রন্থ। যাঁরা এই মহৎ উদ্যোগ নিয়েছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।’

প্রধান শিক্ষক আরও বলেন, ‘যদি কেউ ইসলামি জ্ঞান হৃদয়ে ধারণ করে, তাহলে সে কখনোই কারও ক্ষতি করবে না, মাদকাসক্ত হবে না, বরং প্রতিটি ক্ষেত্রে ভালো কাজের চেষ্টা করবে। আমাদের সকলের উচিত কোরআন বুঝে পড়া এবং তা বাস্তবজীবনে প্রয়োগ করা।’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

সায়মা হলের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করল আইইউবি

বড় ভূমিকম্পের আশঙ্কা, প্রস্তুত থাকা জরুরি

আবৃত্তির পাঠশালা ‘শব্দকুঞ্জ’

পড়েছেন ফুল-স্কলারশিপে, ব্র্যাকের তাবাসসুম হলেন গোল্ড মেডেলিস্ট

এনএসইউর ডায়ালগ আয়োজন

এমবিবিএসে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত