হোম > শিক্ষা > ক্যাম্পাস

গাংনীতে শিক্ষার্থীদের কোরআন উপহার দিল ‘পাঠকবন্ধু’

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

উপহার পাওয়া পবিত্র কোরআন মজিদ হাতে শিক্ষার্থীরা ছবি: পাঠকবন্ধু

শিক্ষার্থীদের হাতে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন বই বা ক্রেস্ট তুলে দিলেও এবার ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে ‘পাঠকবন্ধু’র গাংনী উপজেলা শাখা। শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক উন্নয়নের লক্ষ্যে তাদের মাঝে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআন মজিদ।

শনিবার সকালে গাংনীর সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীর হাতে কোরআন মজিদ তুলে দেন ‘পাঠকবন্ধু’র সদস্যরা।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী আল কাসাভ বলে, ‘পাঠকবন্ধুর এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি। কোরআন মজিদ উপহার দেওয়া খুবই পছন্দনীয় কাজ। ইসলামের জ্ঞান মানুষের মধ্যে প্রবেশ করলে মাদকমুক্ত সমাজ গড়া সহজ হবে।’

দশম শ্রেণির ছাত্রী নুসাইবা মাইশা বলে, ‘বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু এত সুন্দর ও অর্থবহ উপহার আগে কখনো পাইনি। কোরআন এমন একটি গ্রন্থ, যা বুঝে পড়লে নিজের, পরিবার ও সমাজের কল্যাণে ব্যবহার করা যায়। ইসলামি জ্ঞান হৃদয়ে ধারণ করলে মানুষ নেশা থেকে দূরে থাকবে এবং আল্লাহর ভয়ে ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখবে।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ রেজাউল হক বলেন, ‘এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই বিরল। কোরআন উপহার দেওয়ার মতো মহৎ উদ্যোগের জন্য “পাঠকবন্ধু”কে ধন্যবাদ জানাই। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই।’

প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, ‘জীবনে বহু অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ দেখেছি, কিন্তু এত মূল্যবান ও অর্থবহ উপহার খুব কমই দেখা যায়। কোরআন মজিদ মানুষের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় একটি গ্রন্থ। যাঁরা এই মহৎ উদ্যোগ নিয়েছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।’

প্রধান শিক্ষক আরও বলেন, ‘যদি কেউ ইসলামি জ্ঞান হৃদয়ে ধারণ করে, তাহলে সে কখনোই কারও ক্ষতি করবে না, মাদকাসক্ত হবে না, বরং প্রতিটি ক্ষেত্রে ভালো কাজের চেষ্টা করবে। আমাদের সকলের উচিত কোরআন বুঝে পড়া এবং তা বাস্তবজীবনে প্রয়োগ করা।’

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস