হোম > শিক্ষা > ক্যাম্পাস

গবেষণার মান উন্নয়নে আইইউবিএটির অসাধারণ পদক্ষেপ

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) নিজস্ব ক্যাম্পাসে ‘মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বেলা দেড়টায় আইইউবিএটির কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণা প্রকাশনায় অবদানের স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান। এ ছাড়া কোষাধ্যক্ষ এবং মিয়ান রিসার্চ সেন্টারের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নার্গিস।

আইইউবিএটি গবেষণায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। ৮ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজন করা হয় মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড। অনুষ্ঠানটি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণা প্রকাশনায় বিশিষ্ট অবদানকে সম্মান জানাতে, যা গবেষণার মান ও উৎকর্ষের প্রতি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

চমকপ্রদ এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও গবেষকরা তাঁদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ প্রাপ্ত গবেষণাপত্রের জন্য স্বীকৃতি লাভ করেন। মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল, কৃষি এবং ব্যবসায় অনুষদের ডিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকেরা।

অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় ১০৮ জন গবেষককে, যাঁদের ৩৬৫টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে ১৫০টি গবেষণাপত্র আইএসআই ইনডেক্স, ১৩৪টি স্কোপাস ইনডেক্স, ৫৭টি স্কোপাস কনফারেন্স এবং ২৪টি আইইউবিএটি রিভিউ আর্টিকেল হিসেবে প্রকাশিত হয়েছে। মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রায় ৪৫ লাখ টাকার সম্মাননা দেওয়া হয়, যা গবেষকদের আরও অনুপ্রাণিত করবে।

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ

জকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে: ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী