হোম > শিক্ষা > ক্যাম্পাস

লন্ডনে ঈদ পুনর্মিলনীতে মাতল জাবি শিক্ষার্থীদের সংগঠন জুয়াক

যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জুয়াক-এর আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার লন্ডনের একটি কমিউনিটি হলে আয়োজিত ওই অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান সংগঠনটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা জেবিন।

সংগঠনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলিম আল রাজির পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন—সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ড. সাবের শাহ্।

এ সময় ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন, আশরাফুন রোজী, মো. জহির উদ্দিন, রানা ইসলাম, নজরুল ইসলাম, সিনা আকন্দ, সুফিয়া কমর, নাসিমা চৌধুরী, হাবিবে আলম চৌধুরী, ওয়াকারুল আমিন রনি, হাবিবে আলম, আশরাফুল আলম, সিকান্দার আলি সিকো, মতিয়ার রহমান, ড. আসমা পারভীন, আনিসুর রহমান, জুলফিকার আলি ভুট্টো, মোরশেদ ঠাকুর, ফারহানা ইয়াসমিন চমন, ইফতেখার ইফতি, ফারহানা খান একা, মো. সায়েম, বুলবুল আহমেদ, শফিকুজ্জামান চৌধুরী জাবেদ, নাহিয়ান, ওমর ফারুক জাভেদ, রায়হানুর রহমান, মাহামুদুল হাসান অয়ন, জান্নাতুন নেসা চয়ন, সাইফ বিন আলম, টিপু সুলতান, জামিল, তানজি তুহিন, ঊর্মি, ফারিহা প্রভা, এহসানুল হক সহ আরও অনেকেই।

দুপুরের খাবারের পর ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। যুক্তরাজ্যে বসবাস করা সংগীত শিল্পী শেফালি ও রাজ হাসানের পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। এ সময় নেচে গেয়ে আনন্দে মাতেন জুয়াকের সদস্যরাও। এই দলে থাকা জাকিয়া তাসনিম, সুমি আমিন, পান্না ইকবাল, রুমানা তুলি, তাহমিনা আহমেদ, এনি জামান, নুরজাহান মুন্না প্রমুখের অংশগ্রহণ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বরণ করে নেন জুয়াকের প্রতিষ্ঠাতা সদস্যসচিব পারভেজ মল্লিক। একটি লাকি ড্রয়ের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা