হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে উপাচার্যের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠক, ছাত্ররাজনীতি ও সিন্ডিকেট সংস্কার নিয়ে আলোচনা

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে ছাত্রসংগঠনগুলোর বৈঠক হয়েছে। বৈঠকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ না করে সংস্কারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট ভেঙে শিক্ষার্থীবান্ধব শিক্ষক–বিশিষ্টজনদের নিয়ে নতুন সিন্ডিকেট গঠনের দাবি করেছেন ছাত্রনেতারা। 

আজ শনিবার বিশ্ববিদ্যালয় উপাচার্যের লাউঞ্জে দুই দফায় ১১টি ছাত্রসংগঠনের নেতা–কর্মীর সঙ্গে বৈঠক করেন ড. নিয়াজ।

বৈঠকে উপস্থিত থাকা একাধিক ছাত্রসংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রনেতারা ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাকে নেতিবাচক হিসেবে দেখেন। ছাত্ররাজনীতি বিভিন্ন দাবি আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিয়ে নেতৃত্বের বিকাশ ঘটানো, সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন সিন্ডিকেট গঠন, শিক্ষার পরিবেশ সৃষ্টি ও সব সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার কথা বলেন ছাত্রনেতারা।

ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘ছাত্ররাজনীতির বিষয়ে উপ–উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা কথা বলবেন। আমাদের এখন কাজ হলো, ক্লাস–পরীক্ষা শুরু করা। বিশ্ববিদ্যালয়ের ক্লাসের কার্যক্রম ও অন্যান্য বিষয়ে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে।’

দুই দফা বৈঠকে প্রথম দফায় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ও সাহিত্য সম্পাদক রেজাউল করিম শাকিল; গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক কমিটির সাজেদুল ইসলাম ও প্রজ্ঞা চৌধুরী; বিপ্লবী, ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান বিভাগের আতিক চৌধুরী, নৃবিজ্ঞান নাইম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

দ্বিতীয় দফার বৈঠকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ  সম্পাদক নাহিদুজ্জামান শিপন; ইসলামী ছাত্র আন্দোলনের ঢাবি শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আহসান মারজান; বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা ও সাধারণ সম্পাদক সামি আব্দুল্লাহ;  ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক; ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাবি শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিক ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) ঢাবি শাখার সভাপতি সুহাইল আহমেদ শুভ প্রমুখ অংশ নেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য