হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সাফল্য ও অর্জনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। বিভিন্ন আয়োজনে গত রোববার এই দিবস উদ্‌যাপিত হয়।

স্বল্প-ব্যয়ে মান-সম্মত উচ্চশিক্ষার ব্রত নিয়ে একদল শিক্ষানুরাগী শিল্পপতি, শিক্ষাবিদ, প্রকৌশলী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ২০০৩ সালের আজকের এই দিনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তাদের সেই মহৎ উদ্দেশ্য সফল করতে ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারের সব সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ উপলক্ষে গত রোববার বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেজাকুল হায়দার হলে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইন। আকতার তাঁর বক্তব্যে এযাবৎ বিশ্ববিদ্যালয়ের সব অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপাচার্য এই ধরনের একটি উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সব চেয়ারম্যান, সদস্যদের ও ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের সদস্যদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে যারা নিরন্তর কাজ করে যাচ্ছেন তাঁরা এই বিশ্ববিদ্যালয়ে তাঁদের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা বক্তব্য দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল বাশার খান বোর্ডের সব সদস্যদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন