হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন নর্থ সাউথের ১১ শিক্ষার্থী

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ প্রোগ্রাম-২০২৪-এর জন্য নির্বাচিত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী। ১৪ আগস্ট এই ফেলোশিপের ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে এই ফেলোশিপের কার্যক্রম শুরু হয়েছে।

১১ শিক্ষার্থী হলেন: ফারহানা ইসলাম, আতিয়া ফাইরুজ, আদিব আলমান গফুর, সাদমান আলম জিসান, সোহাইল আহমেদ, আব্দুল্লাহ আবু সাঈদ, আনকিত সারদা, আদিবা চৌধুরী, আনিকা এলমা, আরেফিন আমিন ও এস এম শাহনাওয়াজ হোসেন।

মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক টিমের তথ্যমতে, এ বছর সারা বিশ্বের ১৭০টি দেশের ৬ হাজার ক্যাম্পাস থেকে মোট ৫২ হাজার ৫৮১ শিক্ষার্থী মিলেনিয়াম ফেলোশিপের আবেদন করেন। তাঁদের মধ্য থেকে ৪০টি দেশের ২০০ ক্যাম্পাসকে নির্বাচন করা হয়েছে, যার মাধ্যমে ৪ হাজার (৫ শতাংশ) শিক্ষার্থীকে মিলেনিয়াম ফেলো হিসেবে মনোনীত করা হয়েছে।

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ হলো একটি দীর্ঘ প্রোগ্রাম। যার লক্ষ্য স্নাতক শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা। এই ফেলোশিপের মাধ্যমে শিক্ষার্থীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনে এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে ভূমিকা রাখবেন।

এর আগে ১৪ আগস্ট জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপের ফল প্রকাশিত হয়। মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) এবং জাতিসংঘের একাডেমিক ইম্প্যাক্ট (ইউএনএআই) যৌথভাবে ‘মিলেনিয়াম ফেলোশিপ প্রোগ্রাম’ আয়োজন করে আসছে।

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত