হোম > শিক্ষা > ক্যাম্পাস

ক্যান্টনমেন্ট কলেজ যশোর ৬২১ কলেজের মধ্যে সেরা

সায়েক আহমেদ সজীব

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে খুলনা বিভাগের ৬২১টি কলেজের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে ক্যান্টনমেন্ট কলেজ যশোর। সম্প্রতি খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির সনদ কলেজটির অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল এইচ কামরুল হাসানের হাতে তুলে দেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর (ডিএমএলসি) কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হলো ক্যান্টনমেন্ট কলেজ যশোর। ১৯৬৯ সালের ১ জুলাই কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এর পর থেকে শিক্ষার বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

ক্যান্টনমেন্ট কলেজ যশোরে ১৯৯৫ সালে বিএ, বিএসএস, বিকম ও বিএসসি কোর্স চালু করা হয়। পরে ১৯৯৬ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৯ সালে স্নাতকোত্তর কোর্স চালু হয়। শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে কলেজটি দেশের শ্রেষ্ঠ কলেজের গৌরব অর্জন করে। এ ছাড়া ২০১৯ সালে প্রতিষ্ঠানটি সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করে।

বর্তমানে ক্যান্টনমেন্ট কলেজ যশোরে উচ্চমাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি ডিগ্রি (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রমও চলমান রয়েছে। প্রতিষ্ঠানটি ২০১৫ সালে একটি পাবলিক কলেজে রূপান্তরিত হয় এবং ২০২২ সালেও জাতীয় শিক্ষা সপ্তাহে খুলনা বিভাগের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে।

একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যান্টনমেন্ট কলেজ যশোর বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন ক্লাবের সহপাঠ্যক্রমিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালিত হয়। অদম্য স্পৃহা আর ধারাবাহিক প্রচেষ্টার মধ্য দিয়ে ক্যান্টনমেন্ট কলেজ যশোর শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে।

নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

বিলাইছড়ি পাহাড়ে আনন্দময় বিজ্ঞানের সুর

শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মহত্যা রোধে কাউন্সেলিং প্রয়োজন

উৎসবমুখর পরিবেশে জবিতে উদ্‌যাপিত হচ্ছে সরস্বতীপূজা

রমজান উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত জবির‎

আইইউবির ২৬তম সমাবর্তন: ছয় শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নিকাব বিতর্কে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউএপির দুই শিক্ষক চাকরিচ্যুত, ক্লাস বন্ধ

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন