যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিযোগিতামূলক এবং সম্মানজনক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি ‘স্টাডি অব দ্য ইউ এস ইনস্টিটিউটস’ (এসইউএসআই)। এতে এবার নির্বাচিত হয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ইরাম আজমাইন মুগ্ধ। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় সেমিস্টারের এই শিক্ষার্থী কোহর্টে বাংলাদেশের চারজন মনোনীত প্রতিনিধির একজন হিসেবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
এসইউএসআই কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, গণতন্ত্র, নেতৃত্ব ও বৈশ্বিক ইস্যু নিয়ে একাডেমিক এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
২০২৫ সালের জুন-জুলাই মাসে ইউনিভার্সিটি অব নেভেডা, রেনোতে আয়োজিত ‘ন্যাচারাল রিসোর্সেস’বিষয়ক একাডেমিক ও সাংস্কৃতিক কার্যক্রমে মুগ্ধ অংশ নেবেন। কোহর্টে এসইউএসআইয়ের জন্য এবার বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ৬০০ আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে যাঁদের নির্বাচন করা হয়েছে, তাঁদের মধ্যে মুগ্ধ ছাড়াও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।
ইরাম আজমাইন মুগ্ধ বর্তমানে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচিত যুব কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। যেটি পরিচালিত হচ্ছে ইউএন-হ্যাবিট্যাল, ইউএনডিইএফ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও এসইআরএসি-বাংলাদেশের যৌথ উদ্যোগে।
মুগ্ধ ২০২৪ সালে অনুষ্ঠিত ইউএন-হ্যাবিট্যাল ওয়ার্ড আরবান ফোরামে ভার্চুয়াল বক্তা হিসেবে অংশ নিয়েছিলেন।
মুগ্ধ বলেন, ‘যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগকে একটি দায়িত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছি। এসইউএসআই প্রোগ্রামের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের যুবসমাজ এবং পরিবেশবান্ধব উন্নয়নে কাজে লাগাতে চাই।’