হোম > শিক্ষা > ক্যাম্পাস

শ্রমিকদের গল্প বলে তৃতীয় ‘স্পাই ওয়ারিয়র্স’

তানিয়া আক্তার

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগে নিয়মিত চর্চানির্ভর শিক্ষার অংশ হিসেবে আয়োজিত হয় নানা ব্যতিক্রমী কার্যক্রম। তার একটি ‘ইনট্রা-ডিপার্টমেন্ট লেবার ল পোস্টার প্রতিযোগিতা’। এবারের আয়োজনের মূল থিম ছিল গ্রিন্ড অব লেবার। শ্রমজীবী মানুষের কঠিন বাস্তবতা ও সংগ্রামী জীবন উঠে এসেছে প্রতিযোগিতার প্রতিটি পোস্টারে।

এই আয়োজনে তৃতীয় স্থান অর্জন করেছে পাঠকবন্ধুর চার সদস্যের দল ‘স্পাই ওয়ারিয়র্স’। দলটির সদস্য—মাহিন আল জামি, সোহেল রহমান জয়, সাফিউল আজিম সানি ও মো. আবুবকর সিদ্দিক। তাঁরা গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যমী শিক্ষার্থী ও পাঠকবন্ধুর সদস্য।

দলের তৈরি পোস্টার ‘গ্রিন্ড অব লেবার’-এ চিত্রিত হয়েছে শ্রমিকশ্রেণির ঘামঝরা দিন, অধিকার বঞ্চনার বাস্তবতা এবং সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এ যেন এক নান্দনিক ও মানবিক বার্তায় মোড়ানো প্রতিবেদন, যেখানে যুক্ত হয়েছে সৃজনশীল চিত্রকল্প ও তথ্যভিত্তিক উপস্থাপন।

দলনেতা মাহিন আল জামি বলেন, ‘আমরা চেয়েছি শুধু একটি পোস্টার নয়, একটি বার্তা তৈরি করতে, যা দেখে মানুষ শ্রমিকদের অবস্থা নিয়ে চিন্তা করবে।’ দলের অপর সদস্য সোহেল রহমান জয় বলেন,

‘শ্রম আইন নিয়ে কাজ করতে গিয়ে আমাদের জ্ঞান যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি সমাজের প্রান্তিক মানুষের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।’

স্পাই ওয়ারিয়র্স দলের এই সাফল্য শুধু একটি পুরস্কার নয়, এটি নবীনদের জন্য এক বিশাল প্রেরণা। পাঠকবন্ধুর সদস্য হিসেবে তাঁরা বরাবরই সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে এসেছেন। তাঁদের এই কাজ প্রমাণ করে, যেখানে জ্ঞান, মানবিকতা ও কল্পনার মিশ্রণ ঘটে; সেখান থেকে জন্ম নেয় সমাজে আলো ফেলতে সক্ষম বার্তা।

পোস্টারটি যেন হয়ে উঠেছে শ্রমজীবী মানুষের কষ্ট, অধিকারহীনতা ও সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি; যা শুধু দেখার নয়, ভাবনারও খোরাক।

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন