হোম > শিক্ষা

ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনার প্রাদুর্ভাব আরো দীর্ঘ হতে পারে এ আশঙ্কায় পূর্ব ঘোষিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। নতুন করে ভর্তি আবেদনের সময় এবং পরীক্ষার তারিখ ঘোষণা করেছে এই সব বিশ্ববিদ্যালয়। তবে বারবার পরীক্ষার তারিখ পরিবর্তনে বিপাকে পড়েছে ভর্তিচ্ছুক কয়েক লাখ শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্বে ১৪ জুন থেকে ১৬ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের যে ঘোষণা দিয়েছিল তা থেকে সরে এসে পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ আগস্ট ‘এ’ ইউনিট, ১৮ আগস্ট ‘বি’ ও ১৬ আগস্ট 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রতিদিন তিন শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ টা, দুপুর ১২টা থেকে বেলা ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। তবে নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে প্রাথমিকভাবে ১ জুন থেকে ১৫ পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদনের জন্য বলা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার আবেদন ২০ জুন থেকে শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত। গত বছরের ভর্তি প্রক্রিয়া অনুসরণ করেই এ বছরের ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পূর্বের ৩১ মে ও ১ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা এবং ১০ জুন চূড়ান্ত পরীক্ষার ঘোষণা থেকে সরে এসেছে। নতুন করে ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা এবং ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এর আগে ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার জন্য পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

জকসু নির্বাচন নিয়ে প্রশাসনের নতুন নির্দেশনা

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

জকসু নির্বাচন স্থগিতে দোটানায় শিক্ষার্থীরা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন