হোম > শিক্ষা

যশোর বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ০৯

যশোর প্রতিনিধি

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ০৯ শতাংশ। যা গত বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি। বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন। এ বছর জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। গত বছর ছিল ১৩ হাজার ৭৬৭ জন।

যশোর বোর্ডের প্রকাশিত ফল থেকে জানা গেছে, এ বছর যশোর বোর্ড থেকে ১ লাখ ৮১ হাজার ৬৮৭ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪৩৯ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৮৪ হাজার ৬৫৯ জন এবং ছাত্রী ৮১ হাজার ৭৮০ জন। গত বছর এ বোর্ড থেকে ১ লাখ ৬০ হাজার ৬৩৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয় ১ লাখ ৪০ হাজার ২৫৮ জন। পাসের হার ছিল ৮৭ দশমিক ৩১ শতাংশ। 

শিক্ষাবোর্ডের তথ্যানুযায়ী, এ বছর যশোর বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ৩৭ হাজার ৮২৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৪২৯ জন। এতে পাসের হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২২৪ জন। 

মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১৫ হাজার ৪০৩ জন। উত্তীর্ণ হয়েছে ১ লাখ চার হাজার ৩৯৬ জন। পাসের হার ৬০ দশমিক ৬ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৬৯ জন। 

ব্যবসায় শিক্ষা বিভাগের ২৬ হাজার ৩২৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৫ হাজার ৬১৩ জন। এতে পাসের হার ৯৭ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৬৮ জন শিক্ষার্থী। 

এবারের ফলের চিত্র তুলে ধরে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, করোনা পরিস্থিতির কারণে এবার শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। বাংলা, ইংরেজি ও গণিতের মতো আবশ্যিক বিষয়ে জেএসসির ফলের ভিত্তিতে নম্বর দেওয়া হয়। 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল