হোম > শিক্ষা

রাবিতে পরীক্ষা দিয়েও অনুপস্থিত দেড় হাজার শিক্ষার্থী 

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। তবে প্রকাশিত ফলে পরীক্ষা দেওয়া অন্তত ১ হাজার ৬০০ শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় মঙ্গলবার সকালে ওয়েবসাইট থেকে বি ইউনিটের ফল সরিয়ে নেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর তিনটি গ্রুপে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে ৩১ হাজার ৫১৭ জন পরীক্ষায় অংশ নেন। সোমবার রাতে প্রকাশিত ফলাফল ছিল ভুলে ভরা। অনেক শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরও ফলাফলে অনুপস্থিত দেখানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, অনুপস্থিত দেখানো শিক্ষার্থীরা গ্রুপ-২ এর এবং তারা সবাই বাণিজ্য ছাড়া অন্য বিভাগের ছিলেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, বাণিজ্য ছাড়া অন্য বিভাগ থেকে গ্রুপ-২ এ যারা পরীক্ষা দিয়েছেন, সেখানে একটা সমস্যা হয়েছে। সেখানে অনেককে পাস, ফেল এবং অনুপস্থিত দেখিয়েছে। মূলত ফলাফল সাজাতে গিয়ে ভুল হয়েছে। সেটি ঠিক করা হচ্ছে। বি ইউনিটের চিফ-কো-অর্ডিনেটর অধ্যাপক জিন্নাত আরা বলেন, `আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। এটি সমাধান করা হচ্ছে। দ্রুতই ফল প্রকাশ করা হবে।' 

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)