হোম > শিক্ষা

ঘূর্ণিঝড় রিমালের কারণে গুচ্ছে ভর্তি আবেদনের সময় বাড়ল

জবি সংবাদদাতা 

চলতি বছরের গত ২০ মে শুরু হওয়া দেশের গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দ ক্রমসহ ভর্তি আবেদনের শেষ দিন ছিল আজ মঙ্গলবার। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবেদনের সময় বাড়ানো হয়েছে এক দিন। 

আজ মঙ্গলবার সময় বাড়ানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গুচ্ছ সমন্বয় কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। 

উপাচার্য বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় নিয়ে, শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবেদনের সময় এক দিন বাড়ানো হয়েছে। এরই মধ্যে আমি অর্ডারও দিয়ে দিয়েছি।’ 

উপাচার্য আনোয়ার হোসেন এ সময় বলেন, ‘আপাতত সময় এক দিন বাড়ানো হলো। তবে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সময় আরও বাড়ানো হবে। কোনো শিক্ষার্থী আবেদন করা থেকে বঞ্চিত হবে না। আমরা তো শিক্ষার্থীদের জন্যই।’ 

এর আগে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর এ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষা ২৭ এপ্রিল, বি ইউনিটের (মানবিক অনুষদ) পরীক্ষা ৩ মে ও সি ইউনিটের (বাণিজ্য অনুষদ) পরীক্ষা ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)