২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু হয়েছে। ১২ মে শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে ২৫ মে পর্যন্ত।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুকদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে পছন্দক্রম ফরম (Choice Form) পূরণ করতে হবে। সতর্কভাবে পছন্দক্রম ফরম পূরণ করতে হবে, কারণ, পরে পছন্দক্রম পরিবর্তনের সুযোগ নেই।
বিষয় পছন্দক্রম শেষে ভর্তির পরবর্তী প্রক্রিয়া অনুষদের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই সর্বদা নিজ দায়িত্বে অনুষদের নোটিশ বোর্ড অথবা ওয়েবসাইটের মাধ্যমে ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য জেনে নিতে হবে।
এর আগে ৩ মে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ফলাফল প্রকাশ করা হয়েছে ১০ মে।