হোম > শিক্ষা

অবশেষে চালু হচ্ছে জবির একমাত্র ছাত্রী হল

প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

একাধিকবার মেয়াদ বৃদ্ধি করে প্রায় ১১ বছর ধরে চলেছে নির্মাণকাজ। এখন চলছে শেষদিকের ঘষামাজা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহেই সিট বরাদ্দের কার্যক্রম শুরু হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলে। ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু হলে ‘বেগম ফজিলাতুন নেছা মুজিব হলে’ উঠতে পারবেন জবির ছাত্রীরা।    

হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সিট বরাদ্দের জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ছাত্রী হলের নীতিমালা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে, যা আগামী সিন্ডিকেটে পাস হবে। নীতিমালার বাইরে কোনো ধরনের প্রভাব দেখিয়ে হলের সিট পাওয়া যাবে না।’    

এ বিষয়ে জবি প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘হলের কাজ প্রায় শেষ। ফিনিশিং পর্যায়ে আছে। উপাচার্য স্যার আমাদের জানিয়েছেন ক্যাম্পাস খোলার আগেই যেন ছাত্রীদের ওঠার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যায়। আশা করি, ক্যাম্পাস খোলার সঙ্গে সঙ্গেই ছাত্রীরা হলে উঠে যেতে পারবে।’

হলের প্রকল্প পরিচালক ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষ। বাকি কাজ দ্রুতই শেষ হবে। শিগগির বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব বুঝিয়ে দেব।’

হল নির্মাণের প্রথম দফায় মেয়াদ ছিল ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত। কাজ শেষ না হলে দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ে ২০১৩ সালের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত। এরপর তৃতীয় দফায় মেয়াদ ২০১৬ সালের জুন থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। পরে ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল। সর্বশেষ মেয়াদ আরও বৃদ্ধি করায় বর্তমানে ফিনিশিংয়ের কাজ চলমান রয়েছে বলে প্রকল্প সূত্রে জানা গেছে।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)