হোম > শিক্ষা

ইবিতে এখনো ৬৫৬ আসন খালি, সপ্তম ধাপে তালিকা প্রকাশ রোববার রাতে

ইবি প্রতিনিধি

গত বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ষষ্ঠ ধাপের ভর্তির কার্যক্রম শেষ হয়েছে। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী। তবুও এখনো ৬৫৬টি আসন খালি রয়েছে। 

আজ শনিবার বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক ড. আহসান উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চারুকলা বিভাগ ব্যতীত মোট আসন রয়েছে ১ হাজার ৯৯০ টি। গত ১১ নভেম্বর প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়। পর্যায়ক্রমে ষষ্ঠ ধাপের মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম গত বৃহস্পতিবার শেষ হয়। এ পর্যন্ত তিনটি ইউনিটে মোট ১ হাজার ৯৯০ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী। তবে, ইউনিটভিত্তিক শূন্য আসনের বিষয়ে জানাতে পারেনি আইসিটি সেল। 

আসন খালি থাকায় আজ রোববার রাতে সপ্তম ধাপে তালিকা প্রকাশ করা হবে। এ তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা আগামী সোমবার পর্যন্ত বর্তি হতে পারবেন। তারপরও আসন খালি থাকলে পর্যায়ক্রমে মেধাতালিকা প্রকাশ করা হবে। 

ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। 

এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক বলেন, সপ্তম মেধাতালিকা থেকে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ থাকবে। তবে, ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে বিভাগ মাইগ্রেশন চলমান থাকবে। 

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত