পবিত্র ঈদুল আজহার পরে মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ক্লাস না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী মুহিবুল ইসলাম চৌধুরী নওফেল।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেব। বর্তমান পাঠ্যক্রমে শিক্ষার্থীদের বাড়ির কাজ করতে একটি নির্দিষ্ট সময় দেওয়ার জন্য শনিবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। আরও কিছু বিষয় ছিল। যেহেতু আমরা প্রায় ৯টি কর্মদিবস পাইনি, সেহেতু আমরা চেষ্টা করছি শনিবারে স্কুল খোলা রাখার মাধ্যমে সেই কর্মদিবসগুলো যেন আমরা পাই।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত না। আমরা অবশ্যই চাই, শিক্ষকদের একটা নির্দিষ্ট সময় বিশ্রামের প্রয়োজন আছে, শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাসাধ্য করছে কিনা, সেটা দেখার বিষয় আছে। অতিমাত্রায় চাপ দিয়ে সব দিন শ্রেণিকক্ষে পাঠদান করার ক্ষেত্রে আমরা খুব বেশি ভালো সফল হব, তা না। এটা সাময়িক বিষয়। আশা করছি, ঈদুল আজহার পরে হয়তো এটা কন্টিনিউ করতে হবে না।’