হোম > শিক্ষা

খুবির ১০ম মেধাতালিকার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ 

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দশম মেধাতালিকার ভিত্তিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটতে ইউনিট ও স্কুল অনুযায়ী বিস্তারিত উল্লেখ রয়েছে। নবম ধাপের ভর্তি প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের এক হাজার ১০৯ আসনের বিপরীতে মোট শিক্ষার্থী ভর্তি হয়েছেন এক হাজার ৪৩ জন। ফলে ৬৬টি আসন শূন্য রয়েছে। 

শূন্য আসন পূরণে কোটাসহ দশম পর্যায়ের সশরীরে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া কাল রোববার (২২ জানুয়ারি) থেকে শুরু হবে। যা ২৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট (gstadmission. ac. bd) এর মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে সম্পন্ন করতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ‘দশম মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের এসএসসি, এইচএসসি ও সমমানের পাসের মূল মার্কশিট আগামী ২৪ জানুয়ারি বেলা ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিট অফিসে জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে এই ভর্তির কাগজপত্র জমা নেওয়া হবে। মূল মার্কশিট দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ ফোর সাইজের খামে করে জমা দিতে হবে।’ 

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটাসহ ১০ম রাউন্ডের সশরীরে চূড়ান্ত ভর্তি আগামী ২২ থেকে ২৩ জানুয়ারি। ইতিমধ্যে যারা চূড়ান্ত ভর্তি হয়েছেন, তাদের ভর্তির প্রয়োজন নেই। পূর্ব ঘোষিত চূড়ান্ত ভর্তি না হয়ে থাকলে সিট বাতিল বলে গণ্য হবে। ভর্তি পরবর্তী কোর্স রেজিস্ট্রেশন অনলাইনে ২২ জানুয়ারি থেকে শুরু হবে এবং তা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।’ 

এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস কাল রোববার (২২ জানুয়ারি) শুরু হবে। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে (GST Admission System) ও (GST Admission Guideline) -এ দেখা যাবে। 

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি