হোম > শিক্ষা

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব ৬ মাসের বেশি নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একনাগাড়ে ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা যাবে না। ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষকদের ১ মাসের মধ্যে দায়িত্ব ছাড়তে হবে। 

সম্প্রতি শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মিজানুর রহমান। 

জানতে চাইলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন মো. মিজানুর রহমান। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়া নিয়ে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। ভবিষ্যতে যেন এ রকম না হয় ৫ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনায় বলা হয়, সহকারী প্রধান শিক্ষক একনাগাড়ে ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। যদি ৬ মাসের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব না হয়, তাহলে জ্যেষ্ঠতম তিন শিক্ষকের মধ্য হতে যে কোনো একজনকে পরবর্তী ৬ মাসের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিতে হবে। এক মেয়াদে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করলে পরবর্তী এক বছর পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান হওয়া যাবে না। 

আরও বলা হয়, ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন যারা আছেন তারা এক মাসের মধ্যে জ্যেষ্ঠতম তিন শিক্ষকের মধ্য হতে যে কোনো একজনকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। জ্যেষ্ঠতম শিক্ষক নির্ধারণে এমপিও নীতিমালা ২০২১ (১৩ নং অনুচ্ছেদ) অনুসরণ করতে হবে। 

মামলা, মহামারি বা অন্য কোনো কারণে দীর্ঘদিন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব না হলে ৬ মাস পর পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিবর্তন করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে। 

মাদ্রাসায় ছুটি বাড়ল ১১ দিন, স্কুলে কমল ২০ দিন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিদের মেয়াদ বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কৃত হলো ২৬১ শিক্ষার্থী

নিকাব বিতর্কে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউএপির দুই শিক্ষক চাকরিচ্যুত, ক্লাস বন্ধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’-বিষয়ক সেমিনার

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

জনদুর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন আনলেন সাত কলেজের শিক্ষার্থীরা

নতুন ভাষা আয়ত্ত করার ৮ কার্যকর ধাপ

জাপানে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়