হোম > শিক্ষা

শেষ সময়ের প্রস্তুতি

তানভীর আহমেদ

যাঁরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বসতে ইচ্ছুক, কিছু বিষয়ের প্রতি লক্ষ রাখলে তাঁরা তুলনামূলক আরও ভালো ফল করতে পারবেন। ধারণা করছি, আপনারা ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ পড়াশোনা করেছেন। এখন শেষ সময়ে কিছু বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে। তার মধ্যে একটি হলো, বেশি বেশি প্রশ্ন সমাধান করা। এর মাধ্যমে আপনারা নিজেদের দুর্বল দিকগুলো সম্পর্কে বুঝতে পারবেন–

আপনি যখন বাংলা প্রশ্ন সমাধান করতে যাবেন, তখন বাংলাকে তিনটি ভাগে ভাগ করতে পারেন। যথা: পাঠ্যবইয়ের গদ্য-পদ্য, বাংলা ব্যাকরণ ও মুখস্থ বিষয়। যখন প্রশ্ন সমাধান করবেন, তখন কোন ভাগে আপনার দুর্বলতা আছে, তা বুঝতে পারবেন। সেটা পুনরায় পড়তে পারেন। পড়ার পর কতটুকু উন্নতি হলো, তা আবার যাচাই করে নিতে পারেন। এ প্রক্রিয়া এখন থেকেই শুরু করতে পারেন।

একইভাবে ইংরেজি, সাধারণ জ্ঞানসহ অন্যান্য বিষয়েও অনুশীলন করা যায়।

দ্বিতীয়ত, একটা দিনকে তিনটি ভাগে ভাগ করে পড়াশোনা করা যায়। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে রাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এমসিকিউর পাশাপাশি লিখিত অংশ থাকে, তাই অবশ্যই লেখার অনুশীলন করতে হবে।

পরীক্ষার আগের দিনগুলোয় আরও কিছু বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে। পর্যাপ্ত ঘুমাতে হবে, যাতে শারীরিকভাবে সুস্থ থাকা যায়। মানসিকভাবেও প্রস্তুত থাকতে হবে। আমার দেখা অনেক বন্ধু মানসিকভাবে দুর্বল হওয়ায় তারা তুলনামূলক খারাপ ফল করেছে। তাদের মানসিকভাবে দুর্বল হওয়ার কারণগুলোর মধ্যে একটি ছিল ভর্তি পরীক্ষার দিন হাজার হাজার শিক্ষার্থীর সমাগম। অনেক শিক্ষার্থী দেখে তাদের আত্মবিশ্বাসে কিছুটা ভাটা পড়েছিল। কারণ, তারা এ রকম পরিস্থিতির মুখোমুখি আগে হয়নি। এই পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। পরীক্ষার্থীর সংখ্যা দেখে বিচলিত হওয়া যাবে না।

পরীক্ষা নির্ধারিত সময়ে শেষকরা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই সময় ব্যবস্থাপনার দিকে লক্ষ রাখতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ করা আপনার জন্য কঠিন হতে পারে। এ জন্য আপনি নির্ধারিত সময় ধরে মডেল টেস্ট অনুশীলন করতে পারেন। ঠিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন হয় এবং যতটুকু সময় বরাদ্দ থাকে–তার আলোকে। এভাবে অনুশীলন করলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।

আমাকে চান্স পেতেই হবে–এমন মনোভাব পরীক্ষার হলে আপনাকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। পরীক্ষার হলে সব ধরনের টেনশন থেকে মুক্ত থাকতে হবে।
লিখিত পরীক্ষার জন্য লেখার অনুশীলন করতে হবে। লেখার অনুশীলন না থাকলে পরীক্ষার নির্ধারিত সময়ে লেখা শেষ করা চ্যালেঞ্জিং হতে পারে। তাই নিয়মিত লেখার অনুশীলন করতে হবে।

তানভীর আহমেদ
২০১৮-২০১৯ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বি-ইউনিটে চতুর্থ ও ডি ইউনিটে (মানবিক) তৃতীয়।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)