হোম > শিক্ষা

ঢাবির প্রশ্নপত্রে আনার হত্যা ও বেনজীরের দুর্নীতি, যা বললেন শিক্ষক

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বিভাগে মিডটার্ম পরীক্ষায় এমপি আনোয়ারুল আজীম হত্যা ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতি প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোচনা চলছে। প্রশ্নকর্তা শিক্ষক বলেছেন, এমন প্রশ্ন এর আগেও তিনি করেছেন।

সমাজবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের স্নাতকোত্তরের ‘সামাজিক পরিবর্তনের তত্ত্ব: আধুনিকতা থেকে উত্তরাধুনিকতা’ কোর্সের মিডটার্ম পরীক্ষায় এমন প্রশ্ন করেন সমাজবিজ্ঞানের সংখ্যাতিরিক্ত অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ। গত ৩ জুন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়ায় সেই প্রশ্নপত্র নিয়ে চলছে আলোচনা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপেও নানা আলোচনা চলছে। অনেকে বলছেন, বিশ্ববিদ্যালয়ে এমন প্রশ্ন হওয়ার প্রয়োজন রয়েছে। এতে সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত জ্ঞান পাবেন শিক্ষার্থীরা।

প্রশ্নপত্রে দেখা যায়, প্রথম প্রশ্নে ‘হানি–ট্র্যাপে বাংলাদেশের সংসদ সদস্য, ৫ কোটি টাকার বিনিময়ে রক্তাক্ত হত্যা: পুলিশ’ শিরোনামে ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের খুন হওয়ার ঘটনা বিষয়ক একটি জাতীয় পত্রিকার সংবাদের কিছু অংশ তুলে ধরা হয়। ঘটনাটিকে কার্ল মার্ক্স, সিগ্মুন্ড ফ্রয়েড ও সমাজ বিজ্ঞানী আনা হার্ভের তত্ত্বের আলোকে বিশ্লেষণ করতে বলা হয়।

দ্বিতীয় প্রশ্নে ‘বেনজীরের দুর্নীতি: সরকারের মনোভাব, দুদকের সক্রিয়তা কী বার্তা দেয়’ শিরোনামের আরেকটি সংবাদের কিছু অংশ তুলে দিয়ে মার্কস ও হার্ভের তত্ত্ব অনুযায়ী বাংলাদেশে পুঁজি আহরণের প্রক্রিয়া বিশ্লেষণ করতে বলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ‘কেন সামাজিক পরিবর্তন হয়, তার অনেক তত্ত্ব আছে। জীবন ও সমাজে যা ঘটছে, তা নিয়ে প্রশ্ন করতে হবে এবং বুঝতেও হবে। সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন এসব নতুন নয়, এর আগেও এ ধরনের প্রশ্ন করেছি।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’-বিষয়ক সেমিনার

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

জনদুর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন আনলেন সাত কলেজের শিক্ষার্থীরা

নতুন ভাষা আয়ত্ত করার ৮ কার্যকর ধাপ

জাপানে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন