হোম > শিক্ষা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ–৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৭ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। পাস করেছেন ৫৩ হাজার ৪২৬ জন। এ বছর প্রাপ্ত ফল অনুযায়ী জিপিএ–৫ ও পাসের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা। 

এই শিক্ষাবোর্ডে মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৫০৩ জন। পাসের হার ৭১ দশমিক ১৯ শতাংশ। ছেলে পাস করেছেন ২৪ হাজার ৯২৩ জন। পাসের হার ৬৯ দশমিক ৬১ শতাংশ। গড় পাসের হার ৭০ দশমিক ৪৪ শতাংশ। 

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এই বোর্ডে ফলাফলের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছেন নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। এই কলেজ থেকে এক হাজার ২৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন এক হাজার ২২৫ জন। এর মধ্যে জিপিএ–৫ পেয়েছেন ৫৪৪ জন। পাসের হার ৯৮ দশমিক ৫৫ শতাংশ। 

ফলাফল ঘোষণার পর উল্লাসে মাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। সামনে আরও ভালো কিছু করার প্রত্যাশা জানান তাঁরা। 

জিপিএ ৫ পাওয়া মারিয়া জান্নাত বলেন, ‘কঠোর পরিশ্রমের সফলতা ফলাফলের মাধ্যমে পেয়েছি। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি। এই সফলতা ধরে রাখতে আরও কঠোর অধ্যবসায় অব্যাহত রাখব।’ 

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সিনিয়র শিক্ষক মফিজুন নূর খোকা বলেন, ‘আমরা ময়মনসিংহ শিক্ষাবোর্ডে বরাবরের মতো এবারও শীর্ষস্থান ধরে রেখেছি। তবে এ বছর সবার ফলাফল কিছুটা খারাপ হয়েছে। আমরা শিক্ষার্থীদের শুধু বইয়ের মধ্যে ব্যস্ত রাখি না, তাদের নৈতিকভাবেও গড়ে তোলার চেষ্টা করি।’ 

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৭৭ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। পাস করেছে ৫৩ হাজার ৪২৬ জন। ফেল করেছে ২৮ হাজার ৩২৫ জন। যেখানে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী। 

তিনি আরও বলেন, পাসের হার এবং জিপিএ–৫ এর দিক দিয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েরা জিপিএ–৫ পেয়েছে এক হাজার ৮৩৯ জন। ছেলেরা জিপিএ–৫ পেয়েছে এক হাজার ৪০৫ জন।

পরীক্ষা নিয়ে স্কুলে মুখোমুখি শিক্ষক-অভিভাবকেরা

শাবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৮ ডিসেম্বর

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য: (পর্ব-১)

চীনের চংকিং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: বাংলায় বাড়তি প্রস্তুতি চাই

সরকারি স্কুলে ভর্তির বয়স নিয়ে নতুন নির্দেশনা মাউশির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ৫ দফা দাবিতে ইডেনের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফোসেপ প্রকল্প : কেনাকাটায় হাতখোলা মাউশি