হোম > শিক্ষা

অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

শিক্ষা ডেস্ক

সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির আরটিপি বৃত্তি ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বৃত্তিটিতে অর্থায়ন করবে দেশটির সরকার।

১৯৬৭ সালে সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়টি জাতীয়ভাবে দেশটিতে ৩৭তম এবং বিশ্বব্যাপী ১ হাজার ৬২৭তম স্থানে রয়েছে। সারা বিশ্ব থেকে বিশ্ববিদ্যালয়টিতে ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়ালেখা করছেন। দেশটির একাধিক শহরে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস রয়েছে।

সুযোগ-সুবিধা

সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি আরটিপি বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে পড়ালেখার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া আবাসনের ব্যবস্থা, বার্ষিক ৩২ হাজার ডলার, চিকিৎসা সহায়তা ও গবেষণা তহবিলের ব্যবস্থা করা হবে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

ব্যবসা, আইন, প্রকৌশল ও প্রযুক্তি, শিক্ষা ও শিল্পকলা, মানব স্বাস্থ্য, সামাজিক বিজ্ঞান, চিকিৎসা ও ফলিতবিজ্ঞান এবং নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি।

আবেদনের যোগ্যতা

বাংলাদেশসহ অন্য যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তরে আবেদন করতে স্নাতকের সনদ ও পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তরের সনদ থাকতে হবে। প্রার্থীদের গবেষণা অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। ফলাফলের ক্ষেত্রে পূর্ববর্তী ডিগ্রিতে প্রথম শ্রেণিভুক্ত হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

পূর্ববর্তী ডিগ্রির ট্রান্সক্রিপ্ট থাকতে হবে। অফিশিয়াল স্ট্যাম্পসহ প্রার্থীর সর্বশেষ ডিগ্রি যাচাই করা ট্রান্সক্রিপ্ট আপলোড করতে হবে। দুটি সুপারিশপত্র। গবেষণা প্রস্তাব। জীবনবৃত্তান্ত বা জীবনবৃত্তান্ত। ইংরেজি ভাষার দক্ষতা সনদ। একাডেমিক থিসিস বা প্রাসঙ্গিক প্রকাশনা দেখাতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আগামী ৩০ ডিসেম্বর ২০২৫।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৬)

জাপানের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত মেক্সট বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি