হোম > শিক্ষা

যবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের জিএসটি গুচ্ছ ভুক্ত ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির আবেদন শুরু হয়েছে। জিএসটি গুচ্ছ ভুক্ত ভর্তি পরীক্ষা ২০২০-২১ এ ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের যবিপ্রবির https://admission. just. edu. bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 

যবিপ্রবির টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জিএসটি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা উল্লেখিত লিংকে অনলাইনে আবেদন পদ্ধতি, অনুষদ ও বিভাগ কর্তৃক আরোপিত পৃথক শর্তসমূহ বিস্তারিতভাবে পাবেন। তাঁরা ১০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। 

যবিপ্রবির ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ জিএসটি গুচ্ছ ভুক্ত নয় বিধায় এ বিভাগের ক্ষেত্রে ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী একই লিংকে গিয়ে আবেদন করতে হবে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তাঁদের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হবে। ২০১৯ ও ২০২০ সালে যেকোনো বিভাগ থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 

এ বছর সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯৬০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ আসনগুলো ছাড়াও মোট আসনের মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা সংরক্ষিত থাকবে। 

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি