হোম > শিক্ষা

বেসরকারি মেডিকেলে ভর্তি ফি বেশি নেওয়া যাবে না: স্বাস্থ্য শিক্ষা বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) রাহেলা রহমত উল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য ফি নির্ধারণ করা হয়। কোনোভাবেই সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ বলছে, বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা। এ ছাড়া বিডিএস ভর্তি ফি ১১ লাখ টাকা। আর বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্নশিপ ও টিউশন ফি যথাক্রমে ১ লাখ ৮০ হাজার এবং ১০ হাজার টাকা। তিন ধাপে শিক্ষার্থীদের কাছে ভর্তি ও ইন্টার্নশিপ ফি আদায় করা যাবে। প্রথম ধাপে ভর্তির সময় ৬০ শতাংশ, দ্বিতীয় ধাপে প্রথম পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ এবং তৃতীয় ধাপে তৃতীয় পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ আদায় করতে হবে। নির্ধারিত টিউশন ফি মাসিক ভিত্তিতে আদায় করতে হবে। কখনো একত্রে আদায় করা যাবে না। সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অন্য কোনো ফি আদায় করা যাবে না। নির্ধারিত ফি আদায় পদ্ধতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।

পরীক্ষা নিয়ে স্কুলে মুখোমুখি শিক্ষক-অভিভাবকেরা

শাবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৮ ডিসেম্বর

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য: (পর্ব-১)

চীনের চংকিং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: বাংলায় বাড়তি প্রস্তুতি চাই

সরকারি স্কুলে ভর্তির বয়স নিয়ে নতুন নির্দেশনা মাউশির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ৫ দফা দাবিতে ইডেনের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফোসেপ প্রকল্প : কেনাকাটায় হাতখোলা মাউশি