হোম > শিক্ষা

বেসরকারি মেডিকেলে ভর্তি ফি বেশি নেওয়া যাবে না: স্বাস্থ্য শিক্ষা বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) রাহেলা রহমত উল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য ফি নির্ধারণ করা হয়। কোনোভাবেই সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ বলছে, বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা। এ ছাড়া বিডিএস ভর্তি ফি ১১ লাখ টাকা। আর বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্নশিপ ও টিউশন ফি যথাক্রমে ১ লাখ ৮০ হাজার এবং ১০ হাজার টাকা। তিন ধাপে শিক্ষার্থীদের কাছে ভর্তি ও ইন্টার্নশিপ ফি আদায় করা যাবে। প্রথম ধাপে ভর্তির সময় ৬০ শতাংশ, দ্বিতীয় ধাপে প্রথম পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ এবং তৃতীয় ধাপে তৃতীয় পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ আদায় করতে হবে। নির্ধারিত টিউশন ফি মাসিক ভিত্তিতে আদায় করতে হবে। কখনো একত্রে আদায় করা যাবে না। সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অন্য কোনো ফি আদায় করা যাবে না। নির্ধারিত ফি আদায় পদ্ধতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা