হোম > শিক্ষা

বেসরকারি মেডিকেলে ভর্তি ফি বেশি নেওয়া যাবে না: স্বাস্থ্য শিক্ষা বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) রাহেলা রহমত উল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য ফি নির্ধারণ করা হয়। কোনোভাবেই সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ বলছে, বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা। এ ছাড়া বিডিএস ভর্তি ফি ১১ লাখ টাকা। আর বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্নশিপ ও টিউশন ফি যথাক্রমে ১ লাখ ৮০ হাজার এবং ১০ হাজার টাকা। তিন ধাপে শিক্ষার্থীদের কাছে ভর্তি ও ইন্টার্নশিপ ফি আদায় করা যাবে। প্রথম ধাপে ভর্তির সময় ৬০ শতাংশ, দ্বিতীয় ধাপে প্রথম পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ এবং তৃতীয় ধাপে তৃতীয় পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ আদায় করতে হবে। নির্ধারিত টিউশন ফি মাসিক ভিত্তিতে আদায় করতে হবে। কখনো একত্রে আদায় করা যাবে না। সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অন্য কোনো ফি আদায় করা যাবে না। নির্ধারিত ফি আদায় পদ্ধতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়