মালয়েশিয়ায় পড়াশোনা করে এই দেশসহ ইউরোপ, আমেরিকা ও কানাডায় চাকরি পাওয়া তুলনামূলক সহজ। মালয়েশিয়ায় রয়েছে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও কলেজ। এসব প্রতিষ্ঠান থেকে প্রায়ই বৃত্তি দেওয়া হয়। তেমনি স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে মালয়েশিয়ান সরকার। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপ নিয়ে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন।
‘মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল স্কলারশিপ (এমআইএস)’-এর আওতায় শিক্ষার্থীদের কোনো টিউশন ফি লাগবে না। তবে কোনো ভ্রমণ খরচ বহন করা হবে না। মালয়েশিয়ান সরকার এই স্কলারশিপের অর্থায়ন করবে।
যেসব বিষয় নিয়ে অধ্যয়ন করা যাবে
- তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
- বায়োটেকনোলজি
- বিজ্ঞান ও প্রকৌশল
- কৃষি ও মৎস্য
- অর্থনীতি
- ইসলামিক ফাইন্যান্স
- বায়োসিকিউরিটি
- ফুড সেফটি
- ইউটিলিটি
- পরিবেশবিদ্যা
- নার্সিং
- মেডিসিন
- ক্লিনিক্যাল ফার্মেসি
এই স্কলারশিপের মাধ্যমেযেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে–
- ইউনিভার্সিটি পেন্ডিডিকান সুলতান ইদ্রিস (ইউপিএসআই)
- ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি)
- ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ (ইউএমএস) ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম)
- ইউনিভার্সিটি সেন্স মালয়েশিয়া (ইউএসএম) ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়া
- ইউনিভার্সিটি মালয়া
- ইউনিভার্সিটি টেকনোলজি মারা
- ইউনিভার্সিটি ইসলাম আন্তরাবাংসা মালয়েশিয়া
- ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া
- ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া
- ইউনিভার্সিটি তুন হুসেইন অন মালয়েশিয়া ইউনিভার্সিটি টেকনিক্যাল মালয়েশিয়া মেলাকা ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং
- ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস
- ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবিদীন
- ইউনিভার্সিটি পেরতাহানান ন্যাশনাল মালয়েশিয়া
- ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনাল
- মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি
- ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্টান
- ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসে পড়াশোনা করতে পারবেন।
সুযোগ-সুবিধা
- শিক্ষার্থীদের কোনো টিউশন ফি লাগবে না।
- প্রতি মাসে উপবৃত্তি হিসাবে ১ হাজার ৫০০ রিঙ্গিত প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ হাজার টাকা।
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ।
আবেদনের যোগ্যতা
- স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ ৪০ বছর বয়সী হওয়া যাবে।
- পিএইচডির জন্য সর্বোচ্চ ৪৫ বছর বয়সী হওয়া যাবে।
- স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদনকারীদের অবশ্যই স্নাতকে সিজিপিএ ৩.৫ পেতে হবে।
- পিএইচডির জন্য আবেদনকারীদের স্নাতকোত্তরে অবশ্যই ন্যূনতম সিজিপিএ ৩.৫ পেতে হবে।
- ইংরেজি দক্ষতা সনদ।
- মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ প্রদান করলেও হবে।
ওয়েবসাইট: biasiswa.mohe.gov.my
আবেদনের শেষ সময়: ১৫ জুন, ২০২২