হোম > শিক্ষা

চবির 'বি' ইউনিটে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত প্রায় ৩০ শতাংশ 

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬৯ শতাংশ শিক্ষার্থী। দুই দিনে তিন পর্বে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৪২ হাজার ৬৬৮ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ২৯ হাজার ৫২৫ জন। তবে আবেদন করেও পরীক্ষায় অংশ নেননি ১৩ হাজার ১৪২ জন শিক্ষার্থী। আজ সকালে এক পর্বে এবং গতকাল বুধবার সকাল-বিকেল দুই পর্বে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন 'বি' ইউনিটের সমন্বয়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মহীবুল আজিজ। 

মহীবুল আজিজ বলেন, বি ইউনিটের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে। এতে ৬৯.২০ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছে। আমরা ফলাফল তৈরির কাজ করছি। ফলাফল তৈরি হলেই ঘোষণা করা হবে। 

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। দুই দিনে কোনো ধরনের অসদুপায় ও জালিয়াতির খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করান জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রক্টরিয়াল বডি নিরলসভাবে কাজ করেছে। 

এদিকে আগামীকাল শুক্রবার 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।' সি' ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী। প্রতি আসনে ভর্তির জন্য এই ইউনিটে লড়বে ৩২ জন। এই ইউনিটের পরীক্ষা এক পর্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর