হোম > শিক্ষা

চবির 'বি' ইউনিটে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত প্রায় ৩০ শতাংশ 

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬৯ শতাংশ শিক্ষার্থী। দুই দিনে তিন পর্বে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৪২ হাজার ৬৬৮ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ২৯ হাজার ৫২৫ জন। তবে আবেদন করেও পরীক্ষায় অংশ নেননি ১৩ হাজার ১৪২ জন শিক্ষার্থী। আজ সকালে এক পর্বে এবং গতকাল বুধবার সকাল-বিকেল দুই পর্বে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন 'বি' ইউনিটের সমন্বয়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মহীবুল আজিজ। 

মহীবুল আজিজ বলেন, বি ইউনিটের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে। এতে ৬৯.২০ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছে। আমরা ফলাফল তৈরির কাজ করছি। ফলাফল তৈরি হলেই ঘোষণা করা হবে। 

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। দুই দিনে কোনো ধরনের অসদুপায় ও জালিয়াতির খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করান জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রক্টরিয়াল বডি নিরলসভাবে কাজ করেছে। 

এদিকে আগামীকাল শুক্রবার 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।' সি' ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী। প্রতি আসনে ভর্তির জন্য এই ইউনিটে লড়বে ৩২ জন। এই ইউনিটের পরীক্ষা এক পর্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নিজেকে বদলানোর জাদুর কাঠি

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ