হোম > শিক্ষা

হল্যান্ডে এনএল বৃত্তি

শিক্ষা ডেস্ক

হল্যান্ডের এনএল বৃত্তি ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সারা বিশ্বের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

ইউরোপের দুটি গুরুত্বপূর্ণ দেশ জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী নেদারল্যান্ডস। তাই দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতে কাজের সুযোগ পেয়ে থাকেন। এ ছাড়া হল্যান্ড এনএল বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ হাজার ইউরো (৬ লাখ ২০ হাজার ৯০০ টাকা) দেওয়া হবে।

অধ্যয়নের বিষয়

ইঞ্জিনিয়ারিং, গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, কম্পিউটারবিজ্ঞান, পর্যটন, পরিবহন ও লজিস্টিকস, কৃষি ও পরিবেশ, অর্থনীতি, বাণিজ্য, ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, আইন, জনপ্রশাসন, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, মানবিক, সামাজিক বিজ্ঞান, যোগাযোগ ও কলা।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়

এ বৃত্তির আওতায় দেশটির গবেষণা বিশ্ববিদ্যালয় ও ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। গবেষণার মধ্যে লিডেন বিশ্ববিদ্যালয়, ইউট্রেখট বিশ্ববিদ্যালয়, গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়, মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়, রাডবউড বিশ্ববিদ্যালয় ও টিলবার্গ বিশ্ববিদ্যালয়।

আবেদনের যোগ্যতা

হল্যান্ডে এনএল বৃত্তির জন্য শিক্ষার্থীদের মানদণ্ড পূরণ করতে হবে। শিক্ষার্থীদের নন-ইইউ দেশের নাগরিক হতে হবে। ওপরে উল্লিখিত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। নেদারল্যান্ডস থেকে কোনো ডিগ্রি থাকা যাবে না।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা হল্যান্ডে এনএল বৃত্তির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫।

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা