হোম > শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষা

বিবিএ গ্র্যাজুয়েটদের জন্য বিদেশে স্নাতকোত্তর, কোন কোর্স কোথায় পড়বেন

বিশ্বব্যাপী ব্যবসায়িক পরিবেশ দ্রুত পরিবর্তন হচ্ছে। প্রতিযোগিতামূলক এই বাজারে এগিয়ে থাকার জন্য শুধুমাত্র বিবিএ ডিগ্রি যথেষ্ট নয়। ক্যারিয়ারে উন্নতি করতে হলে প্রয়োজন স্নাতকোত্তর ডিগ্রি। প্রশ্ন হলো, বিদেশে বিবিএ গ্র্যাজুয়েটদের জন্য কোন স্নাতকোত্তর কোর্সটি সবচেয়ে উপযুক্ত? আজকের আলোচনায় তুলে ধরা হয়েছে বিদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সেরা পোস্টগ্র্যাজুয়েট কোর্স, যা বিবিএ গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। মাস্টার্স পোর্টাল অবলম্বনে অনুবাদ করেছেন মুসাররাত আবির

মুসাররাত আবির 

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

১. মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)

মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন একটি বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রি। যা একজন শিক্ষার্থীর নেতৃত্ব, ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা দক্ষতা বাড়াতে সহায়তা করে। এটি ফাইন্যান্স, মার্কেটিং, অপারেশনস, মানবসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান প্রদান করে।

বিবিএ গ্র্যাজুয়েটদের জন্য কেন উপযোগী?

  • ব্যবসায়িক জ্ঞান আরও সমৃদ্ধ করে।
  • আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের সুযোগ।
  • ব্যবস্থাপনা পদে ক্যারিয়ার গড়ার সুযোগ বৃদ্ধি।
  • উদ্যোক্তা হওয়ার দক্ষতা তৈরি করে।

বিশ্বের সেরা এমবিএ বিশ্ববিদ্যালয়

  • যুক্তরাষ্ট্র: হার্ভার্ড বিজনেস স্কুল, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল, এমআইটি বিজনেস স্কুল।
  • যুক্তরাজ্য: লন্ডন বিজনেস স্কুল, অক্সফোর্ড (সাঈদ বিজনেস স্কুল), ক্যামব্রিজ (জাজ বিজনেস স্কুল)।
  • কানাডা: রটম্যান (টরন্টো ইউনিভার্সিটি), শুলিচ (ইয়র্ক ইউনিভার্সিটি)।
  • অস্ট্রেলিয়া: মেলবোর্ন বিজনেস স্কুল, ইউএনএসডব্লু।
  • জার্মানি: ম্যানহাইম বিজনেস স্কুল, ইএসএমটি বার্লিন।
  • ফ্রান্স: ইনসিয়াড, এইচইসি প্যারিস।

২. মাস্টার অব ফাইন্যান্স (এমফিন)

এই ডিগ্রি আর্থিক বিশ্লেষণ, বিনিয়োগ ব্যবস্থাপনা, ফাইন্যান্সিয়াল মডেলিং ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। এটি করপোরেট ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল কনসালটিংয়ে ক্যারিয়ার গড়তে সহায়ক।

বিবিএ গ্র্যাজুয়েটদের জন্য কেন উপযোগী?

  • উন্নত ফাইন্যান্সিয়াল দক্ষতা
  • অর্জনের সুযোগ।
  • ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরে কাজের জন্য প্রস্তুত করে।
  • সিএফএ, এফআরএম, সিএফপির মতো সার্টিফিকেশন অর্জনে সহায়তা করে।

বিশ্বের সেরা এমফিন বিশ্ববিদ্যালয়

  • যুক্তরাষ্ট্র: এমআইটি স্লোন, কলম্বিয়া বিজনেস স্কুল।
  • যুক্তরাজ্য: লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই), অক্সফোর্ড, ক্যামব্রিজ।
  • কানাডা: ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া, ম্যাকগিল ইউনিভার্সিটি।
  • সিঙ্গাপুর: এনইউএস, এনটিইউ।
  • সুইজারল্যান্ড: ইউনিভার্সিটি অব সেন্ট গ্যালেন।

৩. মাস্টার্স ইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং

এই ডিগ্রিতে ভোক্তার আচরণ, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও মার্কেট রিসার্চ ও অ্যানালাইসিস শেখানো হয়। কিছু কোর্স এই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ডেটা অ্যানালিটিকসের ওপরও ফোকাস করে তৈরি করা হয়েছে।

বিবিএ গ্র্যাজুয়েটদের জন্য কেন উপযোগী?

  • আধুনিক মার্কেটিং কৌশল শেখায়।
  • ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও মার্কেট রিসার্চের জন্য প্রস্তুত করে।
  • ডেটাভিত্তিক মার্কেটিং

অ্যানালিটিকস শেখায়।

বিশ্বের সেরা মার্কেটিং বিশ্ববিদ্যালয়

  • যুক্তরাজ্য: ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ওয়ারউইক, এডিনবার্গ।
  • যুক্তরাষ্ট্র: নর্থওয়েস্টার্ন (কেলগ), এনওয়াইইউ (স্টার্ন)।
  • কানাডা: ইউবিসি, কুইন্স ইউনিভার্সিটি।
  • অস্ট্রেলিয়া: ইউনিভার্সিটি অব মেলবোর্ন ও ইউনিভার্সিটি অব সিডনি।

৪. মাস্টার্স ইন বিজনেস অ্যানালাইটিকস

এই ডিগ্রি ডেটা সায়েন্স, পরিসংখ্যান ও ব্যবসায়িক বুদ্ধিমত্তার সংমিশ্রণ, যা ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ শেখায়।

বিবিএ গ্র্যাজুয়েটদের জন্য কেন উপযোগী?

  • এআই ও ডেটাভিত্তিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ শেখায়।
  • পাইথন, এসকিউএল, আর ও এআই টুল শেখার সুযোগ দেয়।
  • কনসালটিং ও এআইভিত্তিক ব্যবসা ব্যবস্থাপনার জন্য চাহিদা বেশি।

বিশ্বের সেরা বিজনেস অ্যানালাইটিকস বিশ্ববিদ্যালয়:

  • যুক্তরাষ্ট্র: এমআইটি স্লোন, ইউনিভার্সিটি অব শিকাগো (বুথ)।
  • যুক্তরাজ্য: ওয়ারউইক, ম্যানচেস্টার।
  • কানাডা: ইউনিভার্সিটি অব টরন্টো, ইউবিসি।
  • অস্ট্রেলিয়া: মেলবোর্ন ইউনিভার্সিটি, এএনইউ।

৫. মাস্টার্স ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট

সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এমন একটি ডিগ্রি যা লজিস্টিকস, প্রোকিউরমেন্ট, ইনভেন্টরি কন্ট্রোল এবং অপারেশনস ম্যানেজমেন্ট শেখায়। এটি গ্লোবাল সাপ্লাই চেইন, ই-কমার্স এবং উৎপাদন খাতে কাজের জন্য অত্যন্ত উপযোগী।

বিবিএ গ্র্যাজুয়েটদের জন্য কেন উপযোগী?

  • ব্যবসায়িক লজিস্টিকস এবং অপারেশন ম্যানেজমেন্ট দক্ষতা বাড়ায়।
  • প্রোকিউরমেন্ট, লজিস্টিকস এবং আন্তর্জাতিক বাণিজ্যে ক্যারিয়ার গড়ার সুযোগ দেয়।
  • মাল্টিন্যাশনাল কোম্পানি ও টেকভিত্তিক ব্যবসায় এই বিশেষজ্ঞদের চাহিদা অনেক বেশি।

বিশ্বের সেরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়

  • যুক্তরাষ্ট্র: এমআইটি, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি।
  • জার্মানি: টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ, ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট।
  • নেদারল্যান্ডস: ইরাসমাস ইউনিভার্সিটি রটারডাম।
  • সিঙ্গাপুর: ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি।

৬. মাস্টার্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট

এই ডিগ্রি প্রজেক্ট লিডারশিপ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কৌশলগত পরিকল্পনা শেখায়। এটি আইটি, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, ফিনটেক ও হেলথকেয়ারের মতো বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিবিএ গ্র্যাজুয়েটদের জন্য কেন উপযোগী?

  • প্রজেক্ট ম্যানেজমেন্ট দক্ষতা তৈরি করে, যা বড় প্রজেক্ট পরিচালনা করতে সাহায্য করে।
  • ঝুঁকি ব্যবস্থাপনা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস (পিএমপি) সার্টিফিকেশন অর্জনে সহায়ক।

বিশ্বের সেরা প্রজেক্ট ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়

  • যুক্তরাজ্য: ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, ইউনিভার্সিটি অব লিডস, ল্যানকাস্টার ইউনিভার্সিটি।
  • যুক্তরাষ্ট্র: বস্টন ইউনিভার্সিটি, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাস।
  • অস্ট্রেলিয়া: ইউনিভার্সিটি অব সিডনি, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস।
  • কানাডা: ইউনিভার্সিটি অব টরন্টো, ইউনিভার্সিটি অব আলবার্টা, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া।

উল্লেখিত ছয়টি বিষয় ছাড়া একজন বিবিএ শিক্ষার্থী হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইকোনমিকস, হোটেল ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, রিটেইল ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনসহ নানান বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বিদেশে পোস্টগ্র্যাজুয়েট পড়াশোনা শুধু একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি ব্যক্তিগত ও পেশাগত জীবনের বড় বিনিয়োগ। ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে নিজের আগ্রহ ও দক্ষতার সঙ্গে মানানসই একটি কোর্স বেছে নেওয়া উচিত।

সূত্র: মাস্টার্স পোর্টাল

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)