২০২২ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি স্কুলগুলোতে ভর্তির লটারি আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। রাজধানীর ধানমন্ডির জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ভবনে বিকেলে এই লটারি অনুষ্ঠিত হবে। এই স্কুলগুলোতে ভর্তির জন্য প্রায় ৩ লাখ ৭০ হাজার শিক্ষার্থী আবেদন করেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, মাধ্যমিকের সর্বমোট ২ হাজার ৯০৭টি বেসরকারি স্কুলে মোট আসন রয়েছে প্রায় সাড়ে ৯ লাখ। ফলে বেসরকারি স্কুলগুলোর প্রায় ৬ লাখ আসন শূন্যই থেকে যাচ্ছে। আবেদনকৃত ৩ লাখ ৭০ হাজার শিক্ষার্থী ৭ লাখ ১৪ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রম দিয়েছে।
এ বিষয়ে স্কুল ভর্তি কমিটির সদস্যসচিব ও মাউশির উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন জানিয়েছেন, ১৬ ডিসেম্বর বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শেষ হয়েছে। প্রায় ৩ লাখ ৭০ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। বেসরকারি স্কুলগুলোতে যতগুলো আসন রয়েছে, আবেদন তার চেয়ে অনেক কম হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার বেসরকারি স্কুলগুলোতে অনেক আসন ফাঁকাই থেকে যাবে।
এর আগে গত ২৫ নভেম্বর থেকে সরকারি-বেসরকরি স্কুলে ভর্তির আবেদনপত্র গ্রহণ শুরু হয়। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী গত ৮ ডিসেম্বর আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল। পরে সরকারি স্কুলে ১০ ডিসেম্বর ও বেসরকারিতে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। আগামীকাল রোববার বেসরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। আর ভর্তি কার্যক্রম চলবে ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলবে ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুসারে মাউশি জানায়, এবার সারা দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শ্রেণিতে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া যাবে না। করোনার কারণে অনলাইনে আবেদনকারীদের লটারিতে নির্বাচিত হওয়ার পর ভর্তির সুযোগ পাবে। ভর্তির লটারি হচ্ছে সরকারি ও বেসরকারি স্কুলের আলাদাভাবে। শিক্ষা মন্ত্রণায়ের নির্দেশনা মোতাবেক ২০২২ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছরের কম হওয়া যাবে না।