হোম > শিক্ষা

কৃষি গুচ্ছের ৪ বিশ্ববিদ্যালয়ে এখনো আসন ফাঁকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভর্তি পরীক্ষার তিন মাস পেরিয়ে গেলেও ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সবাই এখনো ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি। এই বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি শেষে এখন অপেক্ষমাণ তালিকার ভর্তি চলছে। তার পরও চারটি বিশ্ববিদ্যালয়ে এখনো ‘সীমিতসংখ্যক’ আসন শূন্য রয়েছে।

এসব আসনে অপেক্ষমাণ তালিকায় স্থান পাওয়া এবং এরই মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির আগ্রহ প্রকাশকারী প্রার্থীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি/কৃষি প্রাধান্য সাতটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ে এখনো সীমিতসংখ্যক আসন শূন্য রয়েছে।

এসব আসনে ভর্তির জন্য আগ্রহ প্রকাশকারীদের মধ্য থেকে তালিকায় বর্ণিত প্রার্থীদের আজ বুধবার থেকে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে লগইন করে ভর্তি ফির প্রথম অংশ অর্থাৎ ১০ হাজার টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস ‘রকেট’-এর মাধ্যমে অনলাইনে জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে। 

উল্লেখ্য, অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার পর ওই বিশ্ববিদ্যালয় ছাড়া কেন্দ্রীয়ভাবে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।

এদিকে গত রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাস করা এই শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধের জন্য অপেক্ষা করছেন।

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

যে কারণে সন্তানদের ‘আবৃত্তি’ শেখাবেন

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

মধ্য জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছাবে: শিক্ষা উপদেষ্টা

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি