হোম > শিক্ষা

ব্রিস্টল ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ

ব্রিস্টল ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে ব্রিস্টল ইউনিভার্সিটি। শিক্ষার্থীরা ‘থিংক বিগ স্কলারশিপ’-এর আওতায় বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে ব্রিস্টল ইউনিভার্সিটি অন্যতম। বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, উদ্ভাবনে বিশ্বব্যাপী ইতিবাচক প্রভাব তৈরি করতে চায়। ২০২৪ শিক্ষাবর্ষের জন্য এখনই আবেদন করতে পারবেন। 

সুযোগ-সুবিধা

  • শিক্ষার্থীরা স্নাতক প্রোগ্রামের জন্য প্রতিবছর ৬৫০০ পাউন্ড থেকে ১৩০০০ পাউন্ড পাবেন। স্নাতকোত্তর প্রোগ্রামে বৃত্তিপ্রাপ্তদের প্রতিবছর ৬৫০০, ১৩০০০ এবং ২৬০০০ পাউন্ড করে দেওয়া হবে।
  •  এই পরিমাণ অর্থ শুধু টিউশন ফির ক্ষেত্রে প্রযোজ্য।  
  • বৃত্তিপ্রাপ্তরা প্রথম বছর পড়াশোনার জন্য জীবনযাত্রার খরচ হিসেবে ৩০০০ পাউন্ড পাবেন। 

আবেদনের যোগ্যতা

  • শিক্ষার্থীকে অবশ্যই মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরিনারি সায়েন্স বাদে অন্যান্য স্নাতক কোর্সের জন্য আবেদন করতে হবে। 
  • শিক্ষার্থীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 
  • অন্য কোনো বৃত্তি বা তহবিল পেয়েছেন এমন কোনো শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। 
  • যেসব আবেদনকারী স্নাতকোত্তর কোর্স করতে চান তাঁদের অবশ্যই সামাজিক বিজ্ঞান এবং আইন কোর্সের জন্য আবেদন করতে হবে। 
  •  আন্তর্জাতিক শিক্ষার্থীকে অবশ্যই ভালো একাডেমিক ফল এবং অন্যান্য দক্ষতা অর্জন করতে হবে। 
  •  শিক্ষার্থীকে অবশ্যই ফি প্রদানের সামর্থ্য থাকতে হবে। 
  •  শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। 

আবেদন প্রক্রিয়া
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে থিংক বিগ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। প্রথমে শিক্ষার্থীকে অবশ্যই ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে তাঁর আগ্রহের কোর্সের জন্য আবেদন করতে হবে। তারপর থিংক বিগ বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। শিক্ষার্থীদের বৃত্তি আবেদনপত্রে তাঁদের শিক্ষার্থী পরিচয়পত্র এবং ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। আবেদনকারীকে সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর। স্নাতক এবং স্নাতকোত্তর আবেদনকারীদের জন্য প্রশ্নগুলো আলাদা থাকবে। আবেদনপত্রটি সংরক্ষণ করা যাবে না, তাই আপনাকে একবারে আবেদনটি পূরণ করতে হবে এবং জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ২৪ এপ্রিল, ২০২৪। আবেদন করা যাবে এই ওয়েবসাইটে। 

গ্রন্থনা: জুবায়ের আহম্মেদ 

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)