ব্রিস্টল ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে ব্রিস্টল ইউনিভার্সিটি। শিক্ষার্থীরা ‘থিংক বিগ স্কলারশিপ’-এর আওতায় বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে ব্রিস্টল ইউনিভার্সিটি অন্যতম। বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, উদ্ভাবনে বিশ্বব্যাপী ইতিবাচক প্রভাব তৈরি করতে চায়। ২০২৪ শিক্ষাবর্ষের জন্য এখনই আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
আবেদন প্রক্রিয়া
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে থিংক বিগ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। প্রথমে শিক্ষার্থীকে অবশ্যই ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে তাঁর আগ্রহের কোর্সের জন্য আবেদন করতে হবে। তারপর থিংক বিগ বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। শিক্ষার্থীদের বৃত্তি আবেদনপত্রে তাঁদের শিক্ষার্থী পরিচয়পত্র এবং ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। আবেদনকারীকে সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর। স্নাতক এবং স্নাতকোত্তর আবেদনকারীদের জন্য প্রশ্নগুলো আলাদা থাকবে। আবেদনপত্রটি সংরক্ষণ করা যাবে না, তাই আপনাকে একবারে আবেদনটি পূরণ করতে হবে এবং জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ২৪ এপ্রিল, ২০২৪। আবেদন করা যাবে এই ওয়েবসাইটে।
গ্রন্থনা: জুবায়ের আহম্মেদ