হোম > শিক্ষা

এসএসসি পরীক্ষার প্রস্তুতি: জীববিজ্ঞান

ফারহানা রহমান

প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। জীববিজ্ঞান বিষয়ে বহুনির্বাচনি অংশে ২৫টি প্রশ্ন থাকবে। সবগুলোর উত্তর দিতে হবে। সৃজনশীল অংশে ৮টি প্রশ্ন থাকবে। যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। 

এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ভালো নম্বর পেতে হলে পাঠ্যবই ভালো করে পড়তে হবে। পরীক্ষার হলে তাড়াহুড়া না করে ভালোভাবে প্রশ্ন দেখে উত্তর দিতে হবে। তোমাকে পরীক্ষাকালীন প্রতিটি মুহূর্ত কৌশলী হতে হবে। একটি পরীক্ষা খারাপ হলে মন খারাপ না করে পরবর্তী পরীক্ষার জন্য মনকে প্রস্তুত করতে হবে। আশা করি, ভালো ফল পাবে। সব ধরনের ইলেকট্রিক ডিভাইস থেকে এই কদিন নিজেকে বিরত রাখবে।

এ ছাড়া পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাবে। পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম ও পেনসিল মনে করে নিয়ে যাবে। 

ভালো নম্বর পেতে হলে—
প্রশ্ন বুঝে সঠিক উত্তর লিখতে হবে।

জ্ঞানমূলক উত্তর সঠিক হতে হবে।

বৈশিষ্ট্য, পার্থক্য ও তুলনা এ ধরনের প্রশ্নের উত্তরে বেশি নম্বর পাওয়া যায়।

প্রয়োজনীয় চিত্র এবং চিত্রে চিহ্নিত স্থান সঠিকভাবে দেবে। চিহ্নিত চিত্রসহ চিত্র অবশ্যই পেনসিল দিয়ে আঁকবে।

অধ্যায়-১ জীবন পাঠ: দ্বিপদ নামকরণ ও রাজ্যের বৈশিষ্ট্যগুলো বেশি গুরুত্বপূর্ণ।

অধ্যায়-২ জীব কোষ ও টিস্যু: ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, জটিল টিস্যু, সরল টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু বেশি গুরুত্বপূর্ণ।

অধ্যায়-৪ জীবনী শক্তি: এবারের পরীক্ষার্থীদের জন্য এ অধ্যায় কম গুরুত্বপূর্ণ। তবে সালোক সংশ্লেষণ, শ্বসনের সব পড়তে হবে।

অধ্যায়-৫ খাদ্য, পুষ্টি এবং পরিপাক: BMR ও BMI, পরিপাকতন্ত্র, পরিপাক-প্রক্রিয়া বেশি বেশি পড়তে হবে।

অধ্যায়-৬ জীবে পরিবহন: পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহন, রক্ত, ব্লাড গ্রুপ, হৃৎপিণ্ডের গঠন ও রক্ত সঞ্চালন পদ্ধতি, রক্তনালি ও রক্তবিষয়ক রোগ গুরুত্বপূর্ণ।

অধ্যায়-৮ রেচন-প্রক্রিয়া: সম্পূর্ণ অধ্যায় পড়তে হবে।

অধ্যায়-১১ জীবের প্রজনন: ফুলের বিভিন্ন অংশ, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বেশি গুরুত্বপূর্ণ।

অধ্যায়-১২ জীবের বংশগতি ও বিবর্তন: এই অধ্যায়ের প্রতিটি বিষয় এবারের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ফারহানা রহমান,সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) ,ন্যাশনাল আইডিয়াল স্কুল,খিলগাঁও, ঢাকা 

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নিজেকে বদলানোর জাদুর কাঠি

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ