দেশজুড়ে চলমান কঠোর বিধিনিষেধ থাকার পরও এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম চলছিল। তবে এ নিয়ে আপত্তি প্রকাশ করেন শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতেই ঢাকা শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করেছে।
আজ সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ। সাংবাদিকদের তিনি বলেন, অধিকাংশ শিক্ষার্থীর ফরম পূরণ প্রায় শেষের দিকে। এরপরও যারা বাকি আছে, তাদের পরবর্তীতে সুযোগ দেওয়া হবে।
সময় বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারি বিধিনিষেধ যতদিন থাকে সেটার ওপর নির্ভর করবে, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুতই এবিষয়ে সিদ্ধান্ত আসবে।
বিলম্ব ফি ছাড়া ৭ এপ্রিল পর্যন্ত এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। অনলাইনে ফি জমা দেওয়ার সময় ৮ এপ্রিল শেষ হবে। যা বিলম্ব ফি ছাড়া। আবার বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।