দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমোদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
ড. এস এম এ ফায়েজ বলেন, সার্বিক সক্ষমতা যাচাই করে উপযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে এ প্রোগ্রাম (পিএইচডি) চালুর অনুমতি দেওয়া হবে।
আজ সোমবার (১২ মে) ইউজিসি অডিটরিয়ামে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ (সংশোধন-২০২৪)’ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসির এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ইউজিসি সময়োপযোগী আইন ও নীতিমালা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।
সভায় বক্তারা শিক্ষার গুণগত মান, গবেষণায় অধিকতর মনোযোগ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদসহ আরও অনেকে।