কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্তৃপক্ষ গুচ্ছভুক্ত ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর বরাদ্দকৃত নম্বর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তির জন্য এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ১০ নম্বর করে মোট ২০ নম্বর বরাদ্দ রাখা হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভার পর কুবি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক আবু তাহের বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ১০০ নম্বর (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ) নির্ধারণ করা হলে এ নিয়ে বিরূপ মন্তব্য দেখা দেয়। এ বিষয়ে সব ডিনদের নিয়ে উপাচার্য জরুরি বৈঠকে বসেন। সেখানে সবার মতামতের ভিত্তিতে ১০০ নম্বরের পরিবর্তে ২০ নম্বর রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।'
উল্লেখ্য, নতুন এই সিদ্ধান্তের আগে গত মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ২০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর ভর্তি পরীক্ষা থেকে এবং বাকি ১০০ নম্বর ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল থেকে মূল্যায়নের কথা উল্লেখ করা হয়েছিল।