হোম > শিক্ষা

আবেদন ফি ৭৫০ টাকা, থাকছে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে প্রসেসিং ফি যুক্ত হবে আরও ১০০ টাকা। এ ছাড়া এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা হচ্ছে না। 

বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির একাধিক সদস্য। তাঁরা বলেন, এবার আবেদন ফি অন্যান্যবারের তুলনায় ২০০ টাকা বাড়ানো হয়েছে। আগে ৫৫০ টাকা ছিল, এবার হবে ৭৫০ টাকা। এর সঙ্গে আরও ১০০ টাকা প্রসেসিং ফি যুক্ত হবে। তবে আবেদন কখন থেকে শুরু হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগের নিয়মেই হবে। অর্থাৎ যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারাই অংশ নিতে পারবে। এ ছাড়া ভর্তি পরীক্ষার সিলেবাসও পূর্বের মতো থাকবে। 

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ থেকে ২৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। 

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)