হোম > শিক্ষা

আইসক্রিমের বর্জ্য রাখতে আইসক্রিম বিন

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনের মোড়ে বসানো হয়েছে আইসক্রিম বিন। আইসক্রিমের প্যাকেট, কাপ ও কাঠিজাতীয় বর্জ্য ফেলতে আইসক্রিমের গঠনের এ বিন বসিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ। আজ (বুধবার) সন্ধ্যার এ বিন বসানো হয়।

কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচুর পরিমাণে আইসক্রিম বিক্রি হয়। এখানে ক্রেতা-বিক্রেতার সংখ্যাও বেশি। এ বিনের কারণে যদি কারও বিবেকে আসে যে আমি যেখানে সেখানে ময়লা ফেলে কাজটি খারাপ করছি; এ বিনের মধ্যে ময়লাগুলো রাখা উচিত। তাহলে আমার বিন বসানোটা সার্থক হবে বলে মনে করি।

আসাদুজ্জামান আসাদ আরও বলেন, এর আগে বোতল ফেলার জন্য বোতলের বিন বসিয়েছি। এবারে আইসক্রিমের বিভিন্ন ধরনের বর্জ্য যেমন প্লাস্টিক কাপ, প্যাকেট ইত্যাদি ফেলার জন্য প্রাথমিকভাবে এ বিন বসিয়েছি। মানুষের ইতিবাচক সাড়া পেলে আরও বিন বসানো হবে।

এ উদ্যোগ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসক্রিম বিক্রেতা রবিউল হোসেন বলেন, আইসক্রিমের বিন বিষয়টা অনেক সুন্দর। লোকজন আইসক্রিম খেয়ে যেখানে সেখানে ময়লা ফেলে তা দেখতে খুব খারাপ লাগে। আমাদেরও কিছু করার থাকে না। অনেকে আবার কিছু মনে করবে এ ভয়ে কাউকে কিছু বলতে পারি না। এ কাজ আসলেই প্রশংসার দাবিদার।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’-বিষয়ক সেমিনার

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

জনদুর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন আনলেন সাত কলেজের শিক্ষার্থীরা

নতুন ভাষা আয়ত্ত করার ৮ কার্যকর ধাপ

জাপানে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন