হোম > শিক্ষা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

১৮৭৪ সালে প্রতিষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অব অ্যাডিলেড। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি ‌‌‌‌অ্যাডিলেড গ্লোবাল অ্যাকাডেমিক গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিসহ ভিয়েতনাম, তাইওয়ান, কলম্বিয়া ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

অন্তর্ভুক্ত প্রোগ্রাম
এই বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবেন। 

বৃত্তির সংখ্যা: নির্ধারিত নয়

বৃত্তির পরিমাণ
প্রতিটি অনুষদে দুটি বৃত্তি দেওয়া হবে। বৃত্তি হিসেবে শিক্ষার্থীদের টিউশন ফির ৫০ শতাংশ খরচ দেওয়া হবে। তবে এই বৃত্তি অর্জনের জন্য শিক্ষার্থীর অ্যাকাডেমিক ফলাফল ATAR-৯৮ বা জিপিএ ৬.৮ থাকতে হবে। 

প্রয়োজনীয় যোগ্যতা

  • অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের যেকোনো একটি কোর্সে ভর্তির সুযোগ অর্জন করতে হবে।
  • ডিগ্রি শুরু হওয়ার আগে একটি প্রি-এনরোলমেন্ট ইংলিশ প্রোগ্রামে (PEP) অন্তর্ভুক্ত হতে হবে।
  • স্নাতক প্রোগ্রামে ভর্তিরত শিক্ষার্থীদের ৯৯.৯৯ Raw ATAR বা সমমান থাকতে হবে।
  • স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তিরত শিক্ষার্থীদের জিপিএ ৭-এর মধ্যে ৬.৯ বা সমমান থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া
ইউনিভার্সিটি অব অ্যাডিলেড গ্লোবাল অ্যাকাডেমিক এক্সিলেন্স স্কলারশিপের জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। বৃত্তিতে আবেদনের জন্য ভিন্ন কোনো ফরমও নেই। এই বৃত্তি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণ করা সাপেক্ষে শিক্ষার্থীদের দেওয়া হবে। তবে এর জন্য আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করতে হবে। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করার শেষ সময় ৩০ এপ্রিল ২০২৪। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা  এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন-সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

সূত্র: দ্য ইউনিভার্সিটি অব অ্যাডিলেডের ওয়েবসাইট

অনুবাদ: শাহরিয়ার সিমন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’-বিষয়ক সেমিনার

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

জনদুর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন আনলেন সাত কলেজের শিক্ষার্থীরা

নতুন ভাষা আয়ত্ত করার ৮ কার্যকর ধাপ

জাপানে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন