হোম > শিক্ষা

খুবির সঙ্গে যৌথ গবেষণায় সম্মত নেদারল্যান্ডসের ইরাসমাস বিশ্ববিদ্যালয়

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণায় সম্মত হয়েছে নেদারল্যান্ডসের ইরাসমাস বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে বুধবার দুপুরে নেদারল্যান্ডসের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের দ্য ইনস্টিটিউট ফর হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট স্টাডিজের (আইএইচএস) তিন সদস্যের একটি প্রতিনিধি দল খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

এদিন দুপুর সাড়ে ১২টায় খুলনায় উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের মধ্যে ছিলেন আইএইচএস অ্যান্ড আরবান হাউজিং ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস স্পেশালাইজেশনের সিনিয়র শিক্ষক ড. মার্টজে ভ্যান ইর্ড, সিনিয়র শিক্ষক ড. অ্যালোনসো আয়ালা, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ডেভিড। 

খুবি উপাচার্য তাঁদের স্বাগত জানিয়ে বলেন, সুন্দরবন সন্নিহিত এলাকাসহ খুলনা উপকূলীয় অঞ্চলের মানুষ নানা দুর্যোগ-দুর্বিপাকে মানবেতর জীবন যাপন করছে। বিশেষ করে তাদের বসতি, পানীয় ও কর্মসংস্থানের পর্যাপ্ত সুবিধার অভাব রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাদের এই জীবনধারা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ এলাকায় বাঁধ, বসতি; বিশেষ করে সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশগত অবস্থা ও ব্যবস্থাপনা নিয়ে গবেষণা ও কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। 

উপাচার্য আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে এসব বিষয়ে সংশ্লিষ্ট একাধিক সাবজেক্ট রয়েছে। তিনি এ লক্ষ্যে আইএইচএস ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণায় এমওইউ স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন, যাতে করে শিক্ষক-গবেষক এবং মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণা প্রকল্প নিতে পারেন। এ ছাড়া এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় তাঁরা নেদারল্যান্ডসের এই ইনস্টিটিউটে কাজ করতে পারেন। 

এ সময় উপাচার্য প্রতিনিধিদলের সদস্যদের সুন্দরবনের ওপর রচিত তাঁর একটি গ্রন্থ উপহার হিসেবে প্রদান করেন। 

প্রতিনিধিদলের সদস্যরা বিষয়টিতে গুরুত্বারোপ করে যথাসম্ভব শিগগিরই একটি এমওইউ স্বাক্ষরের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম, সহকারী অধ্যাপক ইমরান হোসেন ফয়সাল, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। 

এদিকে ‘জলবায়ু পরিবর্তনজনিত স্থানচ্যুতি নারী অভিবাসীদের এশীয় শহরগুলোতে জীবিকা অন্বেষা প্রভাবিত করে: শহুরে আপগ্রেডিং এবং পুনর্বাসনে খাদ্য ও জল নিরাপত্তার উন্নতি’  শীর্ষক এক প্রশিক্ষণ খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ওই ইনস্টিটিউটে আগত তিনজন প্রতিনিধি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন। বাংলাদেশের (খুলনা বিশ্ববিদ্যালয়) পাঁচজনসহ ভারত, নেপাল, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার ১৭ জন অ্যালামনাই এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ

জাপানের এনইএফ শিক্ষাবৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

সম্পূর্ণ অর্থায়িত তুর্কিয়ে বুরসলারি বৃত্তি

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষার ফল চলতি মাসেই

জবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ ‎

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ