হোম > শিক্ষা

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ফল প্রকাশ

টাঙ্গাইল প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফল ওয়েবসাইট gstadmisson. ac. bd–এ পরীক্ষার্থী লগইন করে জানতে পারবেন। এ ছাড়া ভর্তিসংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্য তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে।

আজ মঙ্গলবার কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানানো হয়।

আহ্বায়ক ও মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানানো হয়।

এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৫ হাজার ৫৫৩ জন (শতকরা ৮৭.৯৮)। পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪২৫ জন (শতকরা ৪৫.৭৪) এবং অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৬৮ হাজার ১২৮ জন (শতকরা ৫৪.২৬।

অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ১৬১ জন (শতকরা ১২.০২)। ওএমআর বাতিলের সংখ্যা ৩৯টি। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪.৭৫ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস (-) ১৫.৭৫।

এর আগে গত ২৫ এপ্রিল ‘সি’, ২ মে ‘বি’ ও ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সব ইউনিটের ভর্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশ সম্পন্ন হলো।

কমিটির আহ্বায়ক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিশাল পরিসরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে যাঁরা রাত–দিন অত্যন্ত পরিশ্রম করেছেন; কমিটির সদস্যরা, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সরকারি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দায়িত্ব পালনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, মিডিয়া প্রতিনিধি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জাপানের এনইএফ শিক্ষাবৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

সম্পূর্ণ অর্থায়িত তুর্কিয়ে বুরসলারি বৃত্তি

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষার ফল চলতি মাসেই

জবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ ‎

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

বুয়েটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭.৪৪ শতাংশ, ফল ৭ ফেব্রুয়ারি