করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। সংক্রমণ বাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল মেডিকেল কলেজের পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২০ এবং জানুয়ারি-২০২১ চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (০৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ এপ্রিল (রোববার) থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরবর্তীতে স্থগিত পরীক্ষার সূচি জানানো হবে।
তবে প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস মে-২০২০ এবং নভেম্বর-২০২০ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চলবে।
প্রসঙ্গত করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।