আগামীকাল রোববার ২০২১ সালের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। আন্তশিক্ষা সমন্বয় বোর্ড ফল প্রকাশের সামগ্রিক প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিরুল ইসলাম বলেন, ‘এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল রোববার প্রকাশ করা হবে। বেলা ১১টার পর যেকোনো সময় ফল প্রকাশ করা হবে। যাঁদের ফল পরিবর্তন হয়েছে তাঁরা মুঠোফোনে এসএমএস পাবেন।’
এর আগে ১৪ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। ২০ ফেব্রুয়ারি এই আবেদনের সময়সীমা শেষ হয়। গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।