হোম > শিক্ষা

পরিবেশ দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

গতকাল বুধবার ‘এমটিভি এলএসএস এনভায়রনমেন্ট ডে ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিনা। 

অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বেগম শাহীন ইসলাম, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান, দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। 
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব বিতার্কিক, সব আয়োজক ও লাল সবুজ সোসাইটির একঝাঁক সদস্য। 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে বিতার্কিক হাসান মাহমুদ (১০) বলেন, স্কুলের বাচ্চাদের মধ্যে জলবায়ু আন্দোলনের কণ্ঠস্বর জাগিয়ে তুলতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। 
 
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বেগম শাহীন ইসলাম বলেন, ‘জলবায়ু সচেতনতা তৈরিতে লাল-সবুজ সোসাইটির এই আয়োজনের জন্য তাঁদের সাধুবাদ জানাই। তাঁদের এই আয়োজন সফল হোক, সেই কামনা করি।’ 
 
সাবেক প্রধান তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান বলেন, ‘তরুণ এই স্বেচ্ছাসেবী সংগঠনের চিন্তাভাবনা ও কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করে। আমার শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। তারা ভবিষ্যতে এমন আরও বড় কাজ করবে সেই দোয়া করি।’ 

কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, ‘আজকের এই আয়োজনের অংশ হতে পেরে সত্যিই নিজেকে লাভবান মনে করছি। এই খুদে বিতার্কিক ও তরুণ সংগঠকদের কাছ থেকে জলবায়ু পরিবর্তনের যে জোরালো বার্তা আমরা পাচ্ছি, এই বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।’ 

প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিনা বলেন, ‘এমন আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাল-সবুজ সোসাইটির সাধারণ সম্পাদক সুলতানা মেহজাবিন টুসি। 

স্কুলগামী বিতার্কিকদের জলবায়ু আন্দোলনে কণ্ঠস্বর জোরালো করতেই শিশুদের কথাগুলো সারা দেশ ও বিশ্বের সামনে তুলে ধরতেই আমাদের এই আয়োজন বলে জানান প্রতিযোগিতার আহ্বায়ক আমানুল্লাহ পরাগ। 
 
উল্লেখ্য, পরিবেশ ও জলবায়ুকেন্দ্রিক এই প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ম্যাগাজিন পার্টনার হিসেবে কিশোর আলো, টেলিভিশন মিডিয়া পার্টনার হিসেবে দীপ্ত টিভি, প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক আজকের পত্রিকা ও বিতর্কের জাজমেন্ট পার্টনার হিসেবে বাংলাদেশ ডিবেট ফেডারেশন থাকছে। 

সারা দেশের আনাচে-কানাচে থেকে অংশগ্রহণ করা ৫০টিরও বেশি দলকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী হবে বিশ্ব পরিবেশ দিবসে আগামী ৫ জুন। 

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত

স্বামীর পর স্ত্রীও পেলেন আচার্য স্বর্ণপদক

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রিয়ায় টিউশন ফি নেই

শান্তর লেন্সে প্রাণপ্রকৃতি

আইইউবিএটিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য (পর্ব-২)

কানাডার ইউনিভার্সিটি অব গুয়েলফ প্রেসিডেন্টস বৃত্তি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: ঢাবির কলা অনুষদের শেষ মুহূর্তের প্রস্তুতি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘স্কুলিং কাঠামো’ বাতিল চাইল তিতুমীর শিক্ষার্থীদের একাংশ