চলতি বছরের একাদশ শ্রেণির (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বিষয়, বিভাগ ও ভর্তি বাতিল কার্যক্রম শুরু হবে ২৯ ডিসেম্বর। যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। স্ব স্ব শিক্ষা বোর্ড এর ফি নির্ধারণ করবে।
গতকাল রোববার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নিজ কলেজে আবেদন করবে। কলেজগুলো এই আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি দেওয়া সাপেক্ষে ভর্তি ওয়েবসাইটে কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে বিষয় ও বিভাগ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম সম্পন্ন করবে।
আরও বলা হয়, এ কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের প্রয়োজন নেই। একাদশ শ্রেণির অনলাইন টিসি ও বিটিসি কার্যক্রমের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।